Ajker Patrika

শিবচরে দুর্ঘটনা: কর্মস্থল ঢাকায় ফেরার পথে প্রাণ হারালেন ব্যাংক কর্মকর্তা মামুন

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২০: ২৩
শিবচরে দুর্ঘটনা: কর্মস্থল ঢাকায় ফেরার পথে প্রাণ হারালেন ব্যাংক কর্মকর্তা মামুন

মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩ জনের বাড়ি খুলনায় বলে জানা গেছে। তাঁরা হলেন— শেখ আব্দুল্লাহ আল মামুন রাজা, আশরাফুল আলম লিংকন ও কুমার সাধু। তাঁদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন রাজা পূবালী ব্যাংকের ঢাকার মোগলটুলি শাখার প্রিন্সিপাল অফিসার।

আজ রোববার ভোরে তিনি ইমাদ পরিবহন যোগে খুলনা থেকে ঢাকায় রওনা হয়েছিলেন। মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় মামু নিহত হন। 

তাঁর মৃত্যুর খবর খুলনার সোনাডাঙ্গায় হাজী তমিজউদ্দিন সড়কের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। 

নিহতের বাবা শেখ মোহাম্মদ আলী বলেন, প্রতি বৃহস্পতিবার রাতে আব্দুল্লাহ আল মামুন খুলনায় আসতেন এবং রোববার ভোরে বাসযোগে ঢাকায় ফিরতেন।

এদিকে আব্দুল্লাহ আল মামুনের একমাত্র ছেলে আব্দুল্লাহ আল মাসুদ রাফি খুলনা রেভারেন্ড পলস স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র। বাবার মৃত্যুর খবরে নির্বাক দৃষ্টিতে সবার মুখের দিকে তাকিয়ে সান্ত্বনা খুঁজছে রাফি। আর সন্তানের মৃত্যুর খবরে বাবা শেখ মোহাম্মদ আলী ও মা নূরুন্নাহার কান্নায় ভেঙে পড়ছেন। 

আজ রোববার সকাল ৮টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, শিবচর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের দল উদ্ধার তৎপরতা শুরু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত