Ajker Patrika

পাইকগাছায় মোটর চুরির মামলায় ২ তরুণ কারাগারে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ২৪
পাইকগাছায় মোটর চুরির মামলায় ২ তরুণ কারাগারে

খুলনার পাইকগাছায় সেচ মোটরসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার আলমতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন আলমতলা এলাকার নূরুল ইসলাম জমাদ্দারের ছেলে তনু (২২) এবং একই এলাকার সুমন ইসলাম (২১)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, গত ৪ ফেব্রুয়ারি আলমতলা এলাকায় আজিজুর রহমান ভুট্ট বাড়ি থেকে চোরেরা বিদ্যুৎ-চালিত সেচ মোটর চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী থানায় জানালে শনিবার রাতে তনু ও সুমন ইসলামকে আটক করা হয়। তাঁরা দুজনই মোটর চুরির কথা স্বীকার করে বলেন, পৌর সদরের আনিছ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছে। আনিছ মোটরটি পৌর সদরে সাঈদি ইলেকট্রনিকসের এরশাদের দোকানে সারাই করতে দেন। সেখান থেকে পুলিশ চোরাই মোটরটি উদ্ধার করে। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, তনু ও সুমন পেশাদার চোর। তাঁদের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। আজ সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত