Ajker Patrika

করোনায় খুলনা বিভাগে মৃত্যু ৩৬, আক্রান্ত ১৬২১

প্রতিনিধি, খুলনা
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৬: ১৪
করোনায় খুলনা বিভাগে মৃত্যু ৩৬, আক্রান্ত ১৬২১

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আরও ৩৬ জনের মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাঁরা মারা যান। এ সময়ে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬২১ জন। স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

এখন পর্যন্ত বিভাগে মোট মারা গেছেন এক হাজার ৭২৫ জন এবং শনাক্ত হয়েছেন ৭৬ হাজার ৪০১ জন।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় নয়, ঝিনাইদহে সাত, যশোরে পাঁচ, মেহেরপুরে দুই, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা  জানান, গত ২৪ ঘণ্টায় ৯৯১টি  নমুনা পরীক্ষা করে ৩৭৫ জনের করোনা শনাক্ত হয়। খুলনা জেলায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৭ শতাংশ। একই সময়ে খুলনার হাসপাতালগুলোতে নয়জন মারা গেছেন। এর মধ্যে খুলনা জেলার রয়েছেন চারজন। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৩৭৫ জন। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৮২৩ জন। মারা গেছেন ৪৫২ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৫৯ জন।

বাগেরহাটে নতুন শনাক্ত ১৫৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ১৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬০ জন।

সাতক্ষীরায় নতুন শনাক্ত ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ৬২১ জন এবং মারা গেছেন ৭৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৩৪৮ জন।

যশোরে নতুন শনাক্ত ২২৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২০৬ জন। মোট মারা গেছেন ১৪৫ জন। সুস্থ হয়েছেন নয় হাজার ৫০১ জন।

নড়াইলে নতুন শনাক্ত ৯৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৮১ জনের। মোট মারা গেছেন ৭১ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৪৬৭ জন।

মাগুরায় নতুন শনাক্ত ৪৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ২৭১ জনের। মোট মারা গেছেন ৪০ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৪৪৩ জন।

ঝিনাইদহে নতুন শনাক্ত ৮৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৯৪৫ জন। মোট মারা গেছেন ১৫৩ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৬১৯ জন।

কুষ্টিয়ায় নতুন শনাক্ত ৩২৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৯৭ জনের। মোট মারা গেছেন ৩৭০ জন। সুস্থ হয়েছেন সাত হাজার ১৪৪ জন।

চুয়াডাঙ্গায় নতুন শনাক্ত ১১১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ৯২৮ জন। মোট মারা গেছেন ১২৭ জন। সুস্থ হয়েছেন দুই হাজার ৭৮৮ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৪ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন দুই হাজার ৮১৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৮৩৮ জন।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৭৬ হাজার ৪০১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৭২৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৮২৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত