Ajker Patrika

চুমকির ওপর হামলা: খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত

খুলনা প্রতিনিধি
ভুক্তভোগী খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকি। ছবি: সংগৃহীত
ভুক্তভোগী খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকি। ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এ ছাড়া অতিসত্বর খুলনা মহানগর শাখা কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করেন সংগঠনের অন্য অংশের কর্মীরা। হামলাকারীরা মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজার অনুসারী বলে চুমকি অভিযোগ করেছেন।

এ ঘটনা তিনি খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহিলা দলের কেন্দ্রীয় কমিটিকে জানান। এরপরই কেন্দ্রীয় কমিটি খুলনা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে দেন। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কোনো কারণ উল্লেখ করেননি কেন্দ্রীয় নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত