Ajker Patrika

মৃত ভেবে ফেলে রাখা হয় যুবলীগের নেতাকে

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৬: ০৪
মৃত ভেবে ফেলে রাখা হয় যুবলীগের নেতাকে

যশোরের মনিরামপুরে শহিদুল ইসলাম (৪০) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার মোবারকপুর গ্রামের ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শহিদুলের মাথায় ও ঘাড়ে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। 

আহত শহিদুল চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মোবারকপুর গ্রামের মৃত জাহাবক্স সরদারের ছেলে। 

চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান খান পান্না বলেন, রাজগঞ্জ বাজার থেকে হাঁটা ৫-৭ মিনিটের বাড়ির পথ শহিদুলের। শনিবার মধ্যরাতে তিনি রাজগঞ্জ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে রাত ১২টার দিকে তিনি বাড়ির অদূরে ব্রিজের কাছে পৌঁছালে মুখোশধারী ৫-৬ জন লোক চোখ বেঁধে তাঁকে মাঠের ভেতরে নিয়ে যায়। 

পান্না বলেন, দুর্বৃত্তরা স্ক্রু দিয়ে শহিদুলের মাথায় ৫-৭টি আঘাত ও ঘাড়ে চাকু মেরে মৃত ভেবে তাঁকে ফেলে রেখে যায়। এর ঘণ্টাখানেক পর শহিদুলের জ্ঞান ফেরে। তখন তিনি কোনোরকম টেনেহিঁচড়ে বাড়ির পাশে গিয়ে পড়ে যান এবং আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে শহিদুলকে গুরুতর জখম অবস্থায় দেখে তাঁর বাড়িতে খবর দেন। রাতেই স্বজনেরা তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। 

ইউনিয়ন যুবলীগের সভাপতি আরও বলেন, ‘পূর্বশত্রুতার জেরে শহিদুলকে হত‍্যাচেষ্টা হতে পারে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ রোববার দুপুরে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।’ 

এ বিষয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল বলেন, ‘আমরা খবর পেয়েছি। প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত