চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরোনো বাজার ও রুদ্রনগর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দর্শনার রুদ্রনগর এলাকায় মেসার্স সোহাগ স্টোর নামের একটি প্রতিষ্ঠানে তদারককালে মেয়াদোত্তীর্ণ পণ্য (পোলট্রি ফিড, কীটনাশক ও খাদ্যপণ্য) বিক্রি ও প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধ প্রমাণিত হয়। প্রতিষ্ঠানটির মালিক সোহাগ রানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মেসার্স লিমা স্টোরের মালিক জাহাঙ্গীর হোসেনকে প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে, দর্শনা পুরোনো বাজার এলাকায় মেসার্স মীম পোলট্রি কর্নার নামক ডিলার প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। এ সময় প্রতিষ্ঠানে মুরগি ও প্রাণীর মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভিনেগার প্রদর্শন ও বিক্রি করার অপরাধে মালিক মেহেদী হাসানকে ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল দর্শনা থানার পুলিশের একটি দল।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জনসাধারণকে সচেতন ও লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরোনো বাজার ও রুদ্রনগর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দর্শনার রুদ্রনগর এলাকায় মেসার্স সোহাগ স্টোর নামের একটি প্রতিষ্ঠানে তদারককালে মেয়াদোত্তীর্ণ পণ্য (পোলট্রি ফিড, কীটনাশক ও খাদ্যপণ্য) বিক্রি ও প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধ প্রমাণিত হয়। প্রতিষ্ঠানটির মালিক সোহাগ রানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মেসার্স লিমা স্টোরের মালিক জাহাঙ্গীর হোসেনকে প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে, দর্শনা পুরোনো বাজার এলাকায় মেসার্স মীম পোলট্রি কর্নার নামক ডিলার প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। এ সময় প্রতিষ্ঠানে মুরগি ও প্রাণীর মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভিনেগার প্রদর্শন ও বিক্রি করার অপরাধে মালিক মেহেদী হাসানকে ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল দর্শনা থানার পুলিশের একটি দল।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জনসাধারণকে সচেতন ও লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
দেশে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। এই দলের নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)।
৮ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আট বছরের এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক মণ্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার সকালে গাংনী শহরের একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। ভ্যানচালক আব্দুল খালেক মণ্ডল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চেতন মণ্ডলের ছেলে।
১২ মিনিট আগেপথসভায় এলাকা জ্বালিয়ে দেওয়ার বক্তব্যের জেরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকার নিরাপত্তা চেয়ে দরখাস্ত দেন তাঁরা।
১৪ মিনিট আগেআদালতের আদেশ অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও দুই সহকারী কমিশনারকে (ভূমি) ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
২২ মিনিট আগে