Ajker Patrika

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত, হাসপাতাল ছাড়ছেন রোগীরা

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১১: ৩৮
খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত, হাসপাতাল ছাড়ছেন রোগীরা

চিকিৎসক শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি আজ শনিবার চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। কর্মবিরতির কারণে সাধারণ রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসা না পেয়ে অনেকে হাসপাতাল ছাড়ছেন। অন্যদিকে বহির্বিভাগ বন্ধ থাকায় অনেকে চিকিৎসাসেবা নিতে এসে বিপাকে পড়েছেন। 

এদিকে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল গতকাল শুক্রবার দুপুর ২টায় বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে এবং রাতে বিভাগীয় ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। ওই দুই বৈঠকে কোনো সমাধান না হওয়ায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকেরা।

নিশাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গত বুধবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকেরা। আজ বেলা ১১টায় নগরীর শেখ আবু নাসের হাসপাতালের সামনে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ করার কথা রয়েছে।

এদিকে চার দিন ধরে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে অসহায় হয়ে পড়েছেন রোগীরা। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা নিতে না পেরে ফিরে যাচ্ছেন।

খুলনার পাইকগাছা থেকে ফরহাদ হোসেন তাঁর ভাই মো. আজিজকে নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন গত ১ মার্চ। তাঁর ডায়াবেটিকস, উচ্চরক্তচাপ রয়েছে। তিনি বলেন, ‘গত চার দিন এখানে রয়েছি। এই সময়ে বড় ডাক্তার আসেননি। নার্সরা আসছেন।’ চিকিৎসা না পেয়ে তিনি আজ হাসপাতাল ত্যাগ করেছেন। 

হাসপাতালে আসা রোগীর স্বজন শেখ মো. ফরিদুল ইসলাম বলেন, ‘কালিয়া থেকে ডেলিভারি রোগী নিয়ে খালিশপুর ক্লিনিকে গিয়েছিলাম। সেখানে ডাক্তার না থাকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। এখানে বড় ডাক্তার নেই। নার্সরা দেখাশোনা করছেন। ডাক্তার কখন আসবে না আসবে, কী হবে? এ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। সাধারণ মানুষের তো ভোগান্তি। আমরা দ্রুত এর অবসান চাই।’ 

বহির্বিভাগে স্ত্রীকে নিয়ে এসেছেন মো. মঈনুদ্দিন। তিনি টিকিট কেটেছেন।  কিন্তু ডাক্তার দেখাতে পারেননি। তিনি বলেন, টিকিট দেওয়ার সময় বলে দেওয়া হয়েছে ডাক্তাররা কর্ম বিরতিতে আছেন টিকিট কাটতে পারেন কিন্তু ডাক্তার রোগী দেখবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত