Ajker Patrika

বাংলাদেশে কোনো মানুষ গরিব থাকবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি
বাংলাদেশে কোনো মানুষ গরিব থাকবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশের প্রত্যেক মানুষ স্বাবলম্বী হবে। এই নিয়ে আগামী দিনে আমাদের সরকারের নানান পরিকল্পনা রয়েছে। যারা অসহায় মানুষ রয়েছে তাদের নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। দেশে কোনো  গরিব মানুষ থাকবে না। 

আজ রোববার সকালে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মেহেরপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই কর্মী সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার। 

সভায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাদের ঘর নেই তাদের ঘর দিচ্ছি, যাদের জমি নেই তাদের জমি দিচ্ছে, যাদের অর্থনৈতিক সমস্যা তাঁদেরকে  আর্থিক সহায়তার দেওয়া হচ্ছে। ফলে দুই বছরের মধ্যে দেশের সবাই স্বাবলম্বী হবে। 

তিনি বলেন, ভবিষ্যতে মানুষ নৌকার মধ্য দিয়েই তাদের জীবনের স্বপ্ন স্বাদ পূরণ করবে। 

মেহেরপুর জেলা আওয়ামী যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পত্নী সৈয়দা মোনালিসা হোসেন শিলা প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত