Ajker Patrika

কোটচাঁদপুরে প্রশাসনের অভিযানে বিয়ে বাড়ি থেকে পালালেন বর, বাল্য বিবাহ পণ্ড 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
কোটচাঁদপুরে প্রশাসনের অভিযানে বিয়ে বাড়ি থেকে পালালেন বর, বাল্য বিবাহ পণ্ড 

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রশাসন অভিযানে বাল্য বিবাহ পণ্ড হয়েছে। বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বরযাত্রীরা। আজ সোমবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন (ভূমি) জান্নাতুল মাওয়া এ অভিযান চালান।

জানা যায়, সোমবার বাল্য বিয়ের আয়োজন চলছিল ফুলবাড়ি গ্রামের শের আলীর ছেলে শফিকুল ইসলাম শাওনের সঙ্গে।

সেখানে গোপন সংবাদে ঘটনাস্থলে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। এ সময় তিনি ওই মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত আর কোনো বিয়ের আয়োজনও করবেন না বলে মুচলেকা দেন তিনি।

এ দিকে বিয়ে অভিযানের খবরে বরসহ তাঁর সঙ্গে আসা লোকজন পালিয়ে যান। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম ও কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম বলেন, গোপন সংবাদে জানতে পারি বাল্য বিয়ে বিষয়টি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা মেলে। এর প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া ওই মেয়ে বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি বলেন, ওই মেয়ের বয়স হয়েছিল ১৬ বছর ৯ মাস। সে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত