সেলিম হায়দার, তালা, প্রতিনিধি
দীর্ঘ ৪১ বছর পর নিখোঁজ একলিমা বেগম (৬৫) ফিরেছেন পরিবারের কাছে। গত ৪১ বছর ধরে পাকিস্তানের শিয়ালকোটের দিলওয়ালিতে একটি পরিবারের সঙ্গে বসবাস করেছেন। সেখানে গিয়ে আরেকটি বিয়েও করেন তিনি। গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। সেদিন সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান একলিমা। পরে দুপুরের দিকে সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুরে নিজ গ্রামে পৌঁছান তিনি। তাঁর সঙ্গে এসেছেন তাঁর দ্বিতীয় স্বামীর বড় ছেলে আশরাফ হোসেন।
একলিমা বেগম গঙ্গারামপুর গ্রামের মৃত ইসমাইল শেখের মেয়ে ও তিন সন্তানের জননী। দেশে থাকাকালীন স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। পরে ১৯৮১ সালে হারিয়ে যান একলিমা। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তাঁর। অবশেষে চার মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর সন্ধান মেলে।
একলিমার ভাতিজা জাকির শেখ বলেন, ‘কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে একলিমা ফুপুর খোঁজ পাই। ফুপুর সঙ্গে কথা বলে জানতে পারি, তিনি পাকিস্তানের একটি শেল্টার হোমে ছিলেন। সেখানে মুহাম্মদ সিদ্দিক নামে একজনের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরে তাঁরা বিয়ে করেন। মুহাম্মদ সিদ্দিক কয়েক বছর আগে মারা গেছেন। সেখানে তাঁদের দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে। তিনি প্রথম থেকেই বাড়ি আসার আগ্রহ প্রকাশ করলে তাঁদের কাছে ইনভাইটেশন লেটার পাঠানো হয়। পরে পাকিস্তানে থাকা তাঁর ছেলেদের সহযোগিতায় ভিসার কাজ সম্পন্ন হয়। এরপর তিনি বৃহস্পতিবার বাড়ি ফিরে আসেন। ফুফুকে কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত।’
খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু জানান, ‘ফেসবুকের মাধ্যমে নিখোঁজ একলিমার সন্ধান মেলে পাকিস্তানে। এরপর তাঁর ভাই ও ভাইপোরা যোগাযোগ করেন তাঁকে দেশে আনার জন্য। বৃহস্পতিবার বিকেলে তিনি তাঁর নিজ বাড়ি ইউনিয়নের গঙ্গারামপুরে এসেছেন। এত দিন পর তাঁকে কাছে পেয়ে আনন্দিত স্বজনেরা।’
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আজকের পত্রিকায় একলিমাকে নিয়ে ‘নিখোঁজের ৪১ বছর পর সন্ধান মিলল পাকিস্তানে’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
দীর্ঘ ৪১ বছর পর নিখোঁজ একলিমা বেগম (৬৫) ফিরেছেন পরিবারের কাছে। গত ৪১ বছর ধরে পাকিস্তানের শিয়ালকোটের দিলওয়ালিতে একটি পরিবারের সঙ্গে বসবাস করেছেন। সেখানে গিয়ে আরেকটি বিয়েও করেন তিনি। গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। সেদিন সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান একলিমা। পরে দুপুরের দিকে সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুরে নিজ গ্রামে পৌঁছান তিনি। তাঁর সঙ্গে এসেছেন তাঁর দ্বিতীয় স্বামীর বড় ছেলে আশরাফ হোসেন।
একলিমা বেগম গঙ্গারামপুর গ্রামের মৃত ইসমাইল শেখের মেয়ে ও তিন সন্তানের জননী। দেশে থাকাকালীন স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। পরে ১৯৮১ সালে হারিয়ে যান একলিমা। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তাঁর। অবশেষে চার মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর সন্ধান মেলে।
একলিমার ভাতিজা জাকির শেখ বলেন, ‘কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে একলিমা ফুপুর খোঁজ পাই। ফুপুর সঙ্গে কথা বলে জানতে পারি, তিনি পাকিস্তানের একটি শেল্টার হোমে ছিলেন। সেখানে মুহাম্মদ সিদ্দিক নামে একজনের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরে তাঁরা বিয়ে করেন। মুহাম্মদ সিদ্দিক কয়েক বছর আগে মারা গেছেন। সেখানে তাঁদের দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে। তিনি প্রথম থেকেই বাড়ি আসার আগ্রহ প্রকাশ করলে তাঁদের কাছে ইনভাইটেশন লেটার পাঠানো হয়। পরে পাকিস্তানে থাকা তাঁর ছেলেদের সহযোগিতায় ভিসার কাজ সম্পন্ন হয়। এরপর তিনি বৃহস্পতিবার বাড়ি ফিরে আসেন। ফুফুকে কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত।’
খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু জানান, ‘ফেসবুকের মাধ্যমে নিখোঁজ একলিমার সন্ধান মেলে পাকিস্তানে। এরপর তাঁর ভাই ও ভাইপোরা যোগাযোগ করেন তাঁকে দেশে আনার জন্য। বৃহস্পতিবার বিকেলে তিনি তাঁর নিজ বাড়ি ইউনিয়নের গঙ্গারামপুরে এসেছেন। এত দিন পর তাঁকে কাছে পেয়ে আনন্দিত স্বজনেরা।’
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আজকের পত্রিকায় একলিমাকে নিয়ে ‘নিখোঁজের ৪১ বছর পর সন্ধান মিলল পাকিস্তানে’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
নেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৬ মিনিট আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
২ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
৩ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
৩ ঘণ্টা আগে