Ajker Patrika

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের খুলনা আঞ্চলিক পর্ব শুক্রবার

খুবি প্রতিনিধি 
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

১৫ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের খুলনা আঞ্চলিক পর্ব আগামীকাল শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের আয়োজনে এই প্রতিযোগিতায় বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন সহযোগিতা করছে।

আগামীকাল সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে এই অলিম্পিয়াডের উদ্বোধন করা হবে। পরে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে অলিম্পিয়াডের মূল পর্ব, সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. আশরাফুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ও গণিত ডিসিপ্লিন প্রধান অধ্যাপক মো. আজমল হুদা। অর্গানাইজিং কমিটির সদস্যসচিব হিসেবে আছেন গণিত ডিসিপ্লিনের অধ্যাপক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এ অলিম্পিয়াডে পরিদর্শক হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক কল্যাণ কুমার দে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক মো. জসিম উদ্দিন।

খুলনা অঞ্চলের ১৭টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের মোট ২০৫ জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশে যা আছে

বিএনপি নেতার ব্যানার টানানো নিয়ে গোলাগুলি, যুবদল কর্মী নিহত

ইতিহাসের ‘সবচেয়ে শক্তিশালী’ ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে জ্যামাইকায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সন্ধ্যা থেকে বন্ধ থাকবে নির্বাচন ভবনের আশপাশের ব্যবসা কার্যক্রম

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের জরুরি অবতরণও করা যাবে না

এলাকার খবর
Loading...