Ajker Patrika

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে শহরতলি শানতলার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব জানায়, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার একটি জনসভায় যাওয়ার সময় কলারোয়া পৌঁছালে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ হামলার ঘটনায় কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক তিনটি মামলা হয়। 

মামলাগুলোর বিচারকার্য শেষে গত বছরের ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর আদালত হামলার সঙ্গে জড়িত আসামিদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। 

এই মামলায় ৭ বছরের সাজা মাথায় নিয়ে ইয়াছিন আলী পলাতক ছিলেন। মামলায় মোট ৪৪ জনকে ৭ বছর মেয়াদে সাজা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা যুবদলের সভাপতি কাদের বাচ্চু, কলারোয়া পৌর যুবদলের সভাপতি আরিফুর রহমান রঞ্জু ও সাবেক ছাত্রদল সভাপতি রিপন। 

পলাতক আসামিকে আটকের জন্য র‍্যাবের তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াছিনের অবস্থান নিশ্চিত করে গতকাল (মঙ্গলবার) রাতে যশোর শহরতলির শানতলা মোড় এলাকা থেকে ইয়াছিন আলীকে (৫৭) আটক করা হয়। ইয়াসিন আলী দীর্ঘদিন যশোর শহরের বেজপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। যশোর শহরের বেজপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে দুইটি রিকশা ক্রয় করে এবং সেই রিকশা ভাড়া প্রদান করে জীবিকা নির্বাহ করতেন। সাজার প্রাপ্ত ইয়াছিন আলীকে জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত