বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় আওয়ামী লীগের লোকজন লিটন (৩৫) নামের এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত লিটন শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আজগার আলীর ছেলে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লিটনকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন হামলাকারীরা। রাত ১১টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। লিটন হত্যায় তাঁর বাবা আজগার আলী শার্শা থানায় ১৮ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শার্শার লক্ষণপুর গ্রামের আকবার আলী ও সামসের আলী।
এর আগে গত শনিবার ঈদের দিন পাশের ইউনিয়নে ককটেল হামলায় খুন হন বিএনপির কর্মী আব্দুল হাই। এ ছাড়া গত ৫ জুন নাভারণ খাজুরা এলাকায় খুন হন নেহা সবুজ হোসেন নামের আরেক ব্যক্তি। পাঁচ দিনে শার্শা উপজেলায় তিনটি হত্যাকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহীর জানান, লিটন সক্রিয় বিএনপির কর্মী ছিলেন। ওই গ্রামের আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। ঘটনার দিন বাজারে একটি ঠেলাগাড়িতে শুয়ে ছিলেন লিটন। এ সময় আওয়ামী লীগের কয়েক সন্ত্রাসী দল বেঁধে তাঁর ওপরে আক্রমণ চালান। তাঁরা এলোপাতাড়ি কুপিয়ে লিটনকে আহত করেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত লিটনের বাবা আজগার আলী জানান, আওয়ামী লীগের সময়েও লিটনকে মারধর করা হয়েছিল। এবার তো খুন হলো তাঁর ছেলে। তিনি তাঁর ছেলের হত্যাকারীদের কঠিন শাস্তি দাবি করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, হত্যার খবর জানতে পেরে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকের কারবার ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এলাকার সেলিম, মোমিন, রমজানসহ কয়েকজন আওয়ামী লীগের কর্মী লিটনকে হত্যায় অংশ নেন। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
যশোরের শার্শায় আওয়ামী লীগের লোকজন লিটন (৩৫) নামের এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত লিটন শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আজগার আলীর ছেলে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লিটনকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন হামলাকারীরা। রাত ১১টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। লিটন হত্যায় তাঁর বাবা আজগার আলী শার্শা থানায় ১৮ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শার্শার লক্ষণপুর গ্রামের আকবার আলী ও সামসের আলী।
এর আগে গত শনিবার ঈদের দিন পাশের ইউনিয়নে ককটেল হামলায় খুন হন বিএনপির কর্মী আব্দুল হাই। এ ছাড়া গত ৫ জুন নাভারণ খাজুরা এলাকায় খুন হন নেহা সবুজ হোসেন নামের আরেক ব্যক্তি। পাঁচ দিনে শার্শা উপজেলায় তিনটি হত্যাকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহীর জানান, লিটন সক্রিয় বিএনপির কর্মী ছিলেন। ওই গ্রামের আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। ঘটনার দিন বাজারে একটি ঠেলাগাড়িতে শুয়ে ছিলেন লিটন। এ সময় আওয়ামী লীগের কয়েক সন্ত্রাসী দল বেঁধে তাঁর ওপরে আক্রমণ চালান। তাঁরা এলোপাতাড়ি কুপিয়ে লিটনকে আহত করেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত লিটনের বাবা আজগার আলী জানান, আওয়ামী লীগের সময়েও লিটনকে মারধর করা হয়েছিল। এবার তো খুন হলো তাঁর ছেলে। তিনি তাঁর ছেলের হত্যাকারীদের কঠিন শাস্তি দাবি করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, হত্যার খবর জানতে পেরে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকের কারবার ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এলাকার সেলিম, মোমিন, রমজানসহ কয়েকজন আওয়ামী লীগের কর্মী লিটনকে হত্যায় অংশ নেন। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে একটি বসতবাড়ি থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচটি একনলা বন্দুক, ১০টি বুলেট সিসা কার্তুজ, তিন রাউন্ড গুলি, পিস্তলের ম্যাগাজিন ও ১৮টি অবিস্ফোরিত ককটেল রয়েছে।
১৫ মিনিট আগেহরিপুরে মো. মর্তুজা (৪৫) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার তোররা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগেবরিশালের মুলাদীতে মরিয়ম (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরীর পরিবার বলছে, কীটনাশক পান করে সে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে