চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ইটভাটা শ্রমিক মো. শান্তর (১৬) লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের শহীদ হাসান চত্বর চৌরাস্তার মোড়ে তার স্বজন ও এলাকাবাসী এ বিক্ষোভ করে। এ সময় শান্তর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গতকাল সোমবার রাতে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের হিমালয় অটো ব্রিক্সের একটি ইটভাটার পুকুর থেকে শ্রমিক শান্তর লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, তাঁকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের মর্গ থেকে শান্তর লাশ নিয়ে শহরের শহীদ হাসান চত্বরে বিক্ষোভ করেন তার স্বজন ও গ্রামবাসী। এ সময় স্বজনেরা বলেন, শান্তকে হত্যার জন্য নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হতো। গতকাল সোমবার সকালে সে ইটভাটায় কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ইটভাটার পেছনের গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
পরে সেখানে মানববন্ধন করা হয়। এ সময় পুলিশের বিচারের আশ্বাস পেয়ে বাড়ি ফিরে যায় আন্দোলনকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, এটি হত্যাকাণ্ড কিনা এখনই নিশ্চিত নয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
চুয়াডাঙ্গায় ইটভাটা শ্রমিক মো. শান্তর (১৬) লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের শহীদ হাসান চত্বর চৌরাস্তার মোড়ে তার স্বজন ও এলাকাবাসী এ বিক্ষোভ করে। এ সময় শান্তর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গতকাল সোমবার রাতে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের হিমালয় অটো ব্রিক্সের একটি ইটভাটার পুকুর থেকে শ্রমিক শান্তর লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, তাঁকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের মর্গ থেকে শান্তর লাশ নিয়ে শহরের শহীদ হাসান চত্বরে বিক্ষোভ করেন তার স্বজন ও গ্রামবাসী। এ সময় স্বজনেরা বলেন, শান্তকে হত্যার জন্য নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হতো। গতকাল সোমবার সকালে সে ইটভাটায় কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ইটভাটার পেছনের গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
পরে সেখানে মানববন্ধন করা হয়। এ সময় পুলিশের বিচারের আশ্বাস পেয়ে বাড়ি ফিরে যায় আন্দোলনকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, এটি হত্যাকাণ্ড কিনা এখনই নিশ্চিত নয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
শেরপুরে বিএনপির নেতা গোলাম জাকারিয়া বাদল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। রোববার (২ মার্চ) বিকেলে তাঁদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
৬ মিনিট আগেআদালতে হাজিরা দিয়ে ফেরার পথে পিরোজপুর আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেনেশার টাকার জন্য গাজীপুরের শ্রীপুরে মা-বাবাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছেন মাদকাসক্ত ছেলে। আজ রোববার শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে মাদকাসক্ত ছেলেকে নিরাময় কেন্দ্রে দিয়েছেন বাবা। এর আগেও কয়েকবার মারধর করেছেন ওই ছেলে।
৩৫ মিনিট আগেচুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কে অবস্থিত জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও ক্লিনিক সিলগালা করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযানে এ ব্যবস্থা নেয়। এ ছাড়া ওই ক্লিনিকে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুটি
১ ঘণ্টা আগে