Ajker Patrika

রাষ্ট্রপতির নির্দেশের পর ইবির নিজস্ব ভর্তি প্রক্রিয়া বাতিল, গুচ্ছে যাওয়ার সিদ্ধান্ত 

ইবি প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১০: ২১
Thumbnail image

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি তিন দিন পর প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান। তিনি বলেন, ‘গত ১৩ এপ্রিল প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ভর্তি বিজ্ঞপ্তি কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করা হয়েছে।’ 

এর আগে গত শনিবার ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দেয় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। নির্দেশ পেয়ে গতকাল রোববার জরুরি মিটিং করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মিটিংয়ে সকলের সম্মতিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পরে বিষয়টি উপস্থাপন হয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায়। সভায় সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি নির্দেশ মোতাবেক গুচ্ছে যাওয়ার সিদ্ধান্ত হয়। 

সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ডিন, প্রক্টর। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন বলেন, রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য। তাঁর আদেশ অমান্য করা যাবে না। আমরা তাঁর আদেশকে সম্মান করে গুচ্ছতে থাকার সিদ্ধান্ত নিয়েছি। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আলাদা পরীক্ষা নেওয়ার সকল প্রক্রিয়া শেষ করার পরই, রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এ জন্যই ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে। আমাদের গুচ্ছে অংশ নিয়েই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রজ্ঞাপনের বাইরে যাওয়ার সুযোগ নেই।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত