ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
চারপাশে বেগুন, বাঁধাকপি, ফুলকপি আর পটলের খেত। মাঝখানে একটি বোরো ধানের বীজতলা। পলিথিন দিয়ে ঢাকা বীজতলাসহ জমিগুলো অপেক্ষাকৃত উঁচু হওয়ায় খেতগুলো শুকনো। বীজতলাটিও শুকনো। তবে বোরোধানের বীজতলা শুকনো অনেকটা অবাক করার মতো ব্যাপার। অবাক হলেও বিষয়টি বাস্তব। এমনটি দেখা গেছে যশোরের ঝিকরগাছার বোধখানা গ্রামের মাঠে। এটা হলো শুকনো ও আদর্শ বীজতলা।
এ অঞ্চলে দিন দিন শুকনো ও আদর্শ বীজতলা জনপ্রিয় হয়ে উঠেছে। কয়েক বছরে শুকনো ও আদর্শ বীজতলার সংখ্যা বেড়েছে বহুগুণ। লাভবান হওয়ায় আগামীতে এই পদ্ধতিতে উপজেলার সকল কৃষক বীজতলা করবেন বলে আশা করছে কৃষি কার্যালয়।
বোরো-ইরি চাষের জন্য চলতি মৌসুমে শুকনো ও আদর্শ বীজতলা করেছেন উপজেলার বোধখানা ব্লকের বোধখানা ও বারবাকপুর গ্রামের অন্তত ১০ জন কৃষক।
কয়েক বছর আগে কয়েকজন কৃষক এই পদ্ধতিতে বীজতলা করে লাভবান হওয়ায় তা দিনদিন বাড়ছে। বোধখানা গ্রামের বেলেমাঠপাড়ার কৃষক মো. সফিকুল ইসলাম বলেন, ‘উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেনের পরামর্শে শুকনো ও আদর্শ বীজতলা করেছি। ডাঙ্গা জমিতে এ শুকনো বীজতলা করেছি। খরচ কম, অপেক্ষাকৃত রোগব্যাধিও কম হয়। কুয়াশা ও শৈত্য প্রবাহে বীজতলার ক্ষতি হয় না। ২০ দিন বয়স হলে পাতা (চারা) লাগানো যায়।’
একই গ্রামের ওসমান গণী, শাহজান কবীর, শফিকুল ইসলাম (দক্ষিণপাড়া) শুকনো বীজতলা করেছেন। ওসমান গণী বলেন, এক মিটার চওড়া ১০ মিটার লম্বা (সুবিধা মতো) বেড করে চারপাশে চলাফেরা ও আলো-বাতাস প্রবাহের জায়গাসহ পানি দেওয়ার জন্য নালা রাখতে হয় আদর্শ বীজতলায়। এক শতক জমিতে আদর্শ বীজতলা করতে ৩-৪ কেজি বীজ লাগে। প্রচলিত পদ্ধতিতে বীজতলা করতে তার চেয়ে বেশি বীজ লাগে।
কৃষি কার্যালয় জানায়, শুকনো বীজতলা তৈরির জন্য শুকনো বেডে (হালকা রস বা জো ওয়ালা) কলানো বীজ ধান ছিটিয়ে জৈব সার দিয়ে সাদা পলিথিনে ঢেকে দিতে হবে। মাঝে মধ্যে পলিথিন উঠিয়ে বেড যদি বেশি শুকনো লাগে, তাহলে ঝাঝরি দিয়ে অল্প পরিমাণে পানি দিতে হবে। তবে পলিথিন ঘেমে প্রয়োজনীয় পানি বেডে পড়বে। এর ফলে অতিরিক্ত পানি দেওয়া লাগে না। পলিথিনে ঢাকা থাকায় শুকনো বীজতলায় রোগব্যাধি, পোকামাকড়ের আক্রমণ, শৈত্য প্রবাহ ও কুয়াশায় ক্ষতি হয় না।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ বলেন, শুকনো ও আদর্শ বীজতলার খরচ এবং ঝুঁকি কম। শুকনো বীজতলা পলিথিনে ঢাকা থাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণের ফলে সঠিক সময়ে সুস্থ সবল চারা পাওয়া সম্ভব। কৃষক এতে লাভবান হওয়ায় দিনদিন এসব বীজতলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
চারপাশে বেগুন, বাঁধাকপি, ফুলকপি আর পটলের খেত। মাঝখানে একটি বোরো ধানের বীজতলা। পলিথিন দিয়ে ঢাকা বীজতলাসহ জমিগুলো অপেক্ষাকৃত উঁচু হওয়ায় খেতগুলো শুকনো। বীজতলাটিও শুকনো। তবে বোরোধানের বীজতলা শুকনো অনেকটা অবাক করার মতো ব্যাপার। অবাক হলেও বিষয়টি বাস্তব। এমনটি দেখা গেছে যশোরের ঝিকরগাছার বোধখানা গ্রামের মাঠে। এটা হলো শুকনো ও আদর্শ বীজতলা।
এ অঞ্চলে দিন দিন শুকনো ও আদর্শ বীজতলা জনপ্রিয় হয়ে উঠেছে। কয়েক বছরে শুকনো ও আদর্শ বীজতলার সংখ্যা বেড়েছে বহুগুণ। লাভবান হওয়ায় আগামীতে এই পদ্ধতিতে উপজেলার সকল কৃষক বীজতলা করবেন বলে আশা করছে কৃষি কার্যালয়।
বোরো-ইরি চাষের জন্য চলতি মৌসুমে শুকনো ও আদর্শ বীজতলা করেছেন উপজেলার বোধখানা ব্লকের বোধখানা ও বারবাকপুর গ্রামের অন্তত ১০ জন কৃষক।
কয়েক বছর আগে কয়েকজন কৃষক এই পদ্ধতিতে বীজতলা করে লাভবান হওয়ায় তা দিনদিন বাড়ছে। বোধখানা গ্রামের বেলেমাঠপাড়ার কৃষক মো. সফিকুল ইসলাম বলেন, ‘উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেনের পরামর্শে শুকনো ও আদর্শ বীজতলা করেছি। ডাঙ্গা জমিতে এ শুকনো বীজতলা করেছি। খরচ কম, অপেক্ষাকৃত রোগব্যাধিও কম হয়। কুয়াশা ও শৈত্য প্রবাহে বীজতলার ক্ষতি হয় না। ২০ দিন বয়স হলে পাতা (চারা) লাগানো যায়।’
একই গ্রামের ওসমান গণী, শাহজান কবীর, শফিকুল ইসলাম (দক্ষিণপাড়া) শুকনো বীজতলা করেছেন। ওসমান গণী বলেন, এক মিটার চওড়া ১০ মিটার লম্বা (সুবিধা মতো) বেড করে চারপাশে চলাফেরা ও আলো-বাতাস প্রবাহের জায়গাসহ পানি দেওয়ার জন্য নালা রাখতে হয় আদর্শ বীজতলায়। এক শতক জমিতে আদর্শ বীজতলা করতে ৩-৪ কেজি বীজ লাগে। প্রচলিত পদ্ধতিতে বীজতলা করতে তার চেয়ে বেশি বীজ লাগে।
কৃষি কার্যালয় জানায়, শুকনো বীজতলা তৈরির জন্য শুকনো বেডে (হালকা রস বা জো ওয়ালা) কলানো বীজ ধান ছিটিয়ে জৈব সার দিয়ে সাদা পলিথিনে ঢেকে দিতে হবে। মাঝে মধ্যে পলিথিন উঠিয়ে বেড যদি বেশি শুকনো লাগে, তাহলে ঝাঝরি দিয়ে অল্প পরিমাণে পানি দিতে হবে। তবে পলিথিন ঘেমে প্রয়োজনীয় পানি বেডে পড়বে। এর ফলে অতিরিক্ত পানি দেওয়া লাগে না। পলিথিনে ঢাকা থাকায় শুকনো বীজতলায় রোগব্যাধি, পোকামাকড়ের আক্রমণ, শৈত্য প্রবাহ ও কুয়াশায় ক্ষতি হয় না।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ বলেন, শুকনো ও আদর্শ বীজতলার খরচ এবং ঝুঁকি কম। শুকনো বীজতলা পলিথিনে ঢাকা থাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণের ফলে সঠিক সময়ে সুস্থ সবল চারা পাওয়া সম্ভব। কৃষক এতে লাভবান হওয়ায় দিনদিন এসব বীজতলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে