ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে জখম করা হয়।
নিহত ছাত্রের নাম রানা হামিদ (১৬)। সে ৮ নম্বর ধলাহরা চন্দ্র ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। রানা হামিদ স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিল।
ঝিনাইদহের শৈলকুপায় রানা হামিদ (১৬) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে জখম করা হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে দুপুর ২টার দিকে মারা যায়।
নিহত রানা ৮ নম্বর ধলাহরা চন্দ্র ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এ ছাড়া সে ২০২৪ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রানা উপজেলা নাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফেরার পথে তার গ্রাম কাশিনাথপুর পৌঁছালে প্রতিপক্ষরা তাকে ধাওয়া দেয়। এ সময় ভয়ে নিলুফা নামে এক বাড়িতে আশ্রয় নেয়। এ সময় ওই নারী তার ঘরে তালা দিয়ে লুকিয়ে রাখে। কিন্তু সন্ত্রাসীরা ঘরের তালা ভেঙে তাকে পিটিয়ে জখম করে রেখে চলে যায়।
২২ জুলাই রাত ৯টার দিকে শৈলকুপা বন্দেরখালি সেতুর পাশে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমানকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। চেয়ারম্যান বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার রাতে চেয়ারম্যান ও তাঁর সঙ্গীরা মোটরসাইকেলে তার বাড়ি কুশোবাড়িয়া গ্রামে ফিরছিলেন। এ সময় বন্দেরখালি ব্রিজে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করে। পরে তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করেন। এ ঘটনাকে কেন্দ্র করে রানা হামিদকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
নাঙ্গলবাধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুর রহমান বলেন, ‘গত কয়েক দিন ধরে স্থানীয় রাজনৈতিক আধিপাত্যকে কেন্দ্র করেই আজকের হত্যাকাণ্ডটি হতে বলে ধারণা করছি।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধরী জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তদন্ত চলছে, তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগও দেয়নি।
ঝিনাইদহের শৈলকুপায় এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে জখম করা হয়।
নিহত ছাত্রের নাম রানা হামিদ (১৬)। সে ৮ নম্বর ধলাহরা চন্দ্র ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। রানা হামিদ স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিল।
ঝিনাইদহের শৈলকুপায় রানা হামিদ (১৬) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে জখম করা হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে দুপুর ২টার দিকে মারা যায়।
নিহত রানা ৮ নম্বর ধলাহরা চন্দ্র ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এ ছাড়া সে ২০২৪ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রানা উপজেলা নাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফেরার পথে তার গ্রাম কাশিনাথপুর পৌঁছালে প্রতিপক্ষরা তাকে ধাওয়া দেয়। এ সময় ভয়ে নিলুফা নামে এক বাড়িতে আশ্রয় নেয়। এ সময় ওই নারী তার ঘরে তালা দিয়ে লুকিয়ে রাখে। কিন্তু সন্ত্রাসীরা ঘরের তালা ভেঙে তাকে পিটিয়ে জখম করে রেখে চলে যায়।
২২ জুলাই রাত ৯টার দিকে শৈলকুপা বন্দেরখালি সেতুর পাশে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমানকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। চেয়ারম্যান বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার রাতে চেয়ারম্যান ও তাঁর সঙ্গীরা মোটরসাইকেলে তার বাড়ি কুশোবাড়িয়া গ্রামে ফিরছিলেন। এ সময় বন্দেরখালি ব্রিজে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করে। পরে তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করেন। এ ঘটনাকে কেন্দ্র করে রানা হামিদকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
নাঙ্গলবাধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুর রহমান বলেন, ‘গত কয়েক দিন ধরে স্থানীয় রাজনৈতিক আধিপাত্যকে কেন্দ্র করেই আজকের হত্যাকাণ্ডটি হতে বলে ধারণা করছি।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধরী জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তদন্ত চলছে, তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগও দেয়নি।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতের নাম চান মিয়া (৭০)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা সেতুর ঢালে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষকালে গুলিবর্ষণের মতো ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে উল্টো পথে আসা মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের (তেলের ভাউচার) চাপায় ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দু’জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেযশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির (ভিডব্লিউভি) আওতায় হতদরিদ্র নারীদের মধ্যে বিতরণ করা চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আমিনুর রহমান নেদার লোকজনের বিরুদ্ধে। পরে পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগীরা ৬ বস্তা চাল ফেরত পেয়েছেন।
১ ঘণ্টা আগে