Ajker Patrika

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় শিক্ষার্থী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় শিক্ষার্থী নিহত

ঝিনাইদহের শৈলকুপায় এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে জখম করা হয়।

নিহত ছাত্রের নাম রানা হামিদ (১৬)। সে ৮ নম্বর ধলাহরা চন্দ্র ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। রানা হামিদ স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিল।

ঝিনাইদহের শৈলকুপায় রানা হামিদ (১৬) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে জখম করা হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে দুপুর ২টার দিকে মারা যায়।

নিহত রানা ৮ নম্বর ধলাহরা চন্দ্র ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এ ছাড়া সে ২০২৪ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রানা উপজেলা নাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফেরার পথে তার গ্রাম কাশিনাথপুর পৌঁছালে প্রতিপক্ষরা তাকে ধাওয়া দেয়। এ সময় ভয়ে নিলুফা নামে এক বাড়িতে আশ্রয় নেয়। এ সময় ওই নারী তার ঘরে তালা দিয়ে লুকিয়ে রাখে। কিন্তু সন্ত্রাসীরা ঘরের তালা ভেঙে তাকে পিটিয়ে জখম করে রেখে চলে যায়।

২২ জুলাই রাত ৯টার দিকে শৈলকুপা বন্দেরখালি সেতুর পাশে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমানকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। চেয়ারম্যান বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার রাতে চেয়ারম্যান ও তাঁর সঙ্গীরা মোটরসাইকেলে তার বাড়ি কুশোবাড়িয়া গ্রামে ফিরছিলেন। এ সময় বন্দেরখালি ব্রিজে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করে। পরে তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করেন। এ ঘটনাকে কেন্দ্র করে রানা হামিদকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

নাঙ্গলবাধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুর রহমান বলেন, ‘গত কয়েক দিন ধরে স্থানীয় রাজনৈতিক আধিপাত্যকে কেন্দ্র করেই আজকের হত্যাকাণ্ডটি হতে বলে ধারণা করছি।’

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধরী জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তদন্ত চলছে, তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগও দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত