Ajker Patrika

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল বানিয়ে প্রতারণা, অতঃপর গ্রেপ্তার 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ২২: ৫২
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল বানিয়ে প্রতারণা, অতঃপর গ্রেপ্তার 

ফুলতলা উপজেলার দামোদর পথেরবাজার এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয়ের সিল ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র প্রদানের অভিযোগে প্রণব চ্যাটার্জি (৫৩) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গত বুধবার রাত পৌনে একটায় উপজেলার দামোদর পথেরবাজার এলাকার বাবলু সরদারের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে প্রণব চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার তাঁর নামে মামলা হয়েছে।

এ সময় তাঁর কাছ থেকে সরকারি চাকরির ১১টি ভুয়া নিয়োগপত্র, নয়টি সিল, রাষ্ট্রপতির আদেশনামাসহ প্রতারণায় ব্যবহৃত স্ট্যাম্প ও চেক জব্দ করা হয়। সে কুষ্টিয়া জেলার কুমারখালির রামদিয়া এলাকার পুরঞ্জয় চ্যাটার্জির পুত্র।

র‍্যাব জানায়, ফুলতলা এলাকায় চাকরি দেওয়ার নামে এক প্রতারক বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাত পৌনে একটায় উপজেলার দামোদর পথেরবাজার এলাকার বাবলু সরদারের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে প্রণব চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সরকারি চাকরির ১১টি ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন দপ্তরের ৯টি সিল, রাষ্ট্রপতির ৩ কপি আদেশনামা, ১টি চেক বই প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ৪টি সুপারিশনামা এবং ১টি স্ট্যাম্প উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী ফুলতলা বাজারের দরজি ব্যবসায়ী মোহাম্মাদ আলী মুনশি বাদী হয়ে প্রণব মুখার্জিকে আসামিকে করে শুক্রবার রাতে ফুলতলা থানায় মামলা করেন। 

মামলার বাদী অভয়নগর উপজেলার ধুলগ্রামের মোহাম্মাদ আলী বলেন, ‘বিভিন্ন সময়ে আমার দোকান থেকে কাপড় বানাতে এসে প্রণবের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে। সে সূত্র ধরে আমার ছেলে লিটনকে খুলনা কৃষি  বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে নিয়োগপত্র দেওয়ার ব্যাপারে টালবাহানা করতে থাকে।’ 

এছাড়া ধুলগ্রাম এলাকার আসলাম হোসেনের পুত্র সাকিবের কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার টাকা, ফুলতলা উপজেলার দামোদর ঋষিপাড়া এলাকার নিরোদের ছেলে শুভাংকরের কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার টাকা ও পঠিয়াবন্ধা এলাকার মৃত আলেক খানের পুত্র রিয়াদের কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার টাকা হাতিয়ে নেয়। ডুমুরিয়া উপজেলার আরও ২ জনের কাছ থেকে ৬ লাখ ২১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এদের সকলকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও মালিসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলেছে প্রণব।

এ ব্যাপারে র‍্যাব-৬ এর লে. কমান্ডার সরোয়ার জানান, তিনি দীর্ঘদিন সহজ সরল মানুষকে প্রতারিত করে অত্যন্ত সুক্ষতার সঙ্গে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তাঁর কোনো অফিস বা দপ্তর নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই এ প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তবে যে সকল দপ্তর বা প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র ও সীল ব্যবহার করেছে সে দপ্তর বা প্রতিষ্ঠানের কেউ এ প্রতারণার সঙ্গে জড়িত কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। 

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আসামিকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত