Ajker Patrika

চুয়াডাঙ্গায় স্বর্ণ বারসহ গ্রেপ্তার ২ ভারতীয় নাগরিক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় স্বর্ণ বারসহ গ্রেপ্তার ২ ভারতীয় নাগরিক

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ১১টি স্বর্ণের বারসহ দুই ভারতীয় পাসপোর্টধারী নাগরিককে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা জোড়াবাগান থানার চুনিলাল গুপ্তের ছেলে অনুপ কুমার গুপ্ত (৪৮) ও উত্তর প্রদেশের গোরখপুরের রামাশ্রীর ছেলে রাজেশ কুমার (৪৩)।

বেনাপোল ইমিগ্রেশনের শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন যে দর্শনা চেকপোস্ট দিয়ে স্বর্ণ চালান করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাসপোর্টধারী দুই ভারতীয় নাগরিকের শরীরে তল্লাশি করা হয়। পরে তাঁদের জুতার ভেতর থেকে ১১টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

বেনাপোল শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ওই দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাজস্ব কর্মকর্তা আরও বলেন, জব্দকৃত স্বর্ণবারের ওজন ৬২১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত