Ajker Patrika

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সাধারণ মানুষের উপকার হবে না: চুন্নু

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ২০: ১০
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সাধারণ মানুষের উপকার হবে না: চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চন্নু বলেছেন, সোয়া লাখ কোটি টাকা ব্যয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে, মাটির নিচ দিয়ে টানেল হচ্ছে, উড়াল পথ হচ্ছে এতে সাধারণ মানুষের কোনো উপকার হবে না। আর জাতীয় পার্টি ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেবে। 

আজ শুক্রবার দুপুরে খুলনা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলন উদ্বোধন করেন অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা। বক্তব্য দেন সৈয়দ দিদার বখত, মোস্তফা আল মাহমুদ, অ্যাড নরুল ইসলাম তালুকদার এমপি সুনীল শুভ রায় প্রমুখ। 

প্রধান অতিথি আরও বলেন, ‘গত দশ বছরে এদেশ থেকে ছয় লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, ব্যাংক লুটপাট হয়েছে, প্রতিবেশী দেশের লোকেরা কাজ করে তিন লাখ কোটি টাকা নিয়ে গেছে। আমরা আওয়ামী লীগের কাছে তাঁর জবাব চাই। 

সম্মেলনে প্রধান অতিথি মো. শফিকুল ইসলাম মধুকে সভাপতি এবং এম হাদীউজ্জামানকে পুনরায় জেলার সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত