Ajker Patrika

খুলনায় অ্যাজাক্স জুট মিল শ্রমিকদের অনশন প্রত্যাহার

খুলনা প্রতিনিধি
খুলনায় অ্যাজাক্স জুট মিল শ্রমিকদের অনশন প্রত্যাহার। ছবি: আজকের পত্রিকা
খুলনায় অ্যাজাক্স জুট মিল শ্রমিকদের অনশন প্রত্যাহার। ছবি: আজকের পত্রিকা

এককালীন পাওনা পরিশোধের দাবিতে খুলনা অ্যাজাক্স জুট মিলের শ্রমিক-কর্মচারীদের অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার খুলনার জেলা প্রশাসকের মধ্যস্থতায় কর্মসূচি প্রত্যাহার করেন শ্রমিকেরা।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়। পরে খুলনার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম অ্যাজাক্স জুট মিলের মালিক এম এ মান্নান তালুকদারের সঙ্গে আলোচনা করেন এবং ২০২৫ সালের মধ্যে সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে অনশন ভঙ্গ করান। এ ছাড়া ঈদের আগে শ্রমিকদের এককালীন পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শেখ আমজাদ হোসেন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. তারেক, আব্দুল ওহাব, আজাহার মাতুব্বার, ওবায়দুল রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত