Ajker Patrika

কুষ্টিয়ায় আগুনে পুড়ল ১১ চাষির পানের বরজ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
কুষ্টিয়ায় আগুনে পুড়ল ১১ চাষির পানের বরজ

কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ল ১১ চাষির ১৪ বিঘা পানের বরজ। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ শুক্রবার উপজেলার ধর্মদহ গ্রামের কাজীপুর ব্রিজ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনের খবর পেয়ে পার্শ্ববর্তী মেহেরপুরের গাংনী ফায়ার সার্ভিস কর্মীরা এলাকাবাসীর সহায়তায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মনিরুল, সোনারুল, জিয়ারুল, ইনারুল, মইনুদ্দিন, মানিক, তুজাম, আনারুল, মঙ্গল, পল্টু ও আক্তারুলের প্রায় ১৪ বিঘা জমির পানের বরজ পুড়ে যায়। বিড়ি–সিগারেটের আগুন থেকেই আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে জানান ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। 

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাকি আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে ১১ চাষির ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ পানের বরজে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা উপজেলার বামন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিড়ি–সিগারেটের আগুন থেকেই এই আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমাদের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এতে ১১ জন চাষির অন্তত ১৪ বিঘা পানের বরজ পুড়ে গেছে। তবে এখনই ক্ষয়ক্ষতি পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত