কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-৪ (কুমারখালী ও খোকসা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় একটি কলেজের লাইব্রেরিয়ানকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে সদ্য বিজয়ী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার ধোকড়াকোল ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান জাহাঙ্গীর আলম আলাল বাদী হয়ে খোকসা থানায় মামলা করলে আসামি রবিউল ইসলামকে (৩৫) মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ।
রবিউল উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের কাজেম আলীর ছেলে।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ।
উল্লেখ্য, এই আসনে ট্রাক প্রতীকে ৯৮ হাজার ৪১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০ হাজার ১১১ ভোট।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রবিউল ইসলাম কলেজ থেকে মোবাইল ফোনে জাহাঙ্গীর আলমকে স্থানীয় ধোকড়াকোল বাজারসংলগ্ন কলেজ মোড়ে ডেকে নেন। এ সময় নৌকার পক্ষে কাজ করার অভিযোগ তুলে গালমন্দ করতে থাকেন তাঁকে। একপর্যায়ে নৌকার পক্ষে কাজ করার জন্য জাহাঙ্গীর আলমকে ৭ বার কান ধরে ওঠবস করান রবিউল।
মামলার বাদী জাহাঙ্গীর আলম আলাল আজকের পত্রিকাকে বলেন, নিরাপত্তা ও সম্মানের বিষয়টি বিবেচনা করে বিষয়টি নিয়ে প্রথমে মুখ খুলতে চাইনি। পরে পরিস্থিতির কারণে একরকম বাধ্য হয়েই থানায় মামলা দায়ের করেছি।
এ বিষয়ে নৌকার প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার আজকের পত্রিকাকে বলেন, এমন ঘটনা ঘটেছে সেটা সবাই জানে।
খোকসা থানার ওসি আননুর জায়েদ আজকের পত্রিকাকে বলেন, রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী ও খোকসা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় একটি কলেজের লাইব্রেরিয়ানকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে সদ্য বিজয়ী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার ধোকড়াকোল ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান জাহাঙ্গীর আলম আলাল বাদী হয়ে খোকসা থানায় মামলা করলে আসামি রবিউল ইসলামকে (৩৫) মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ।
রবিউল উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের কাজেম আলীর ছেলে।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ।
উল্লেখ্য, এই আসনে ট্রাক প্রতীকে ৯৮ হাজার ৪১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০ হাজার ১১১ ভোট।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রবিউল ইসলাম কলেজ থেকে মোবাইল ফোনে জাহাঙ্গীর আলমকে স্থানীয় ধোকড়াকোল বাজারসংলগ্ন কলেজ মোড়ে ডেকে নেন। এ সময় নৌকার পক্ষে কাজ করার অভিযোগ তুলে গালমন্দ করতে থাকেন তাঁকে। একপর্যায়ে নৌকার পক্ষে কাজ করার জন্য জাহাঙ্গীর আলমকে ৭ বার কান ধরে ওঠবস করান রবিউল।
মামলার বাদী জাহাঙ্গীর আলম আলাল আজকের পত্রিকাকে বলেন, নিরাপত্তা ও সম্মানের বিষয়টি বিবেচনা করে বিষয়টি নিয়ে প্রথমে মুখ খুলতে চাইনি। পরে পরিস্থিতির কারণে একরকম বাধ্য হয়েই থানায় মামলা দায়ের করেছি।
এ বিষয়ে নৌকার প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার আজকের পত্রিকাকে বলেন, এমন ঘটনা ঘটেছে সেটা সবাই জানে।
খোকসা থানার ওসি আননুর জায়েদ আজকের পত্রিকাকে বলেন, রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহায়েত হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর গ্রামে এই ঘটনা ঘটে। সোহায়েত বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামের নুরুল আজিজের পুত্র।
১ ঘণ্টা আগেখুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ এলাকায় আল-আমীন শিকদার (৩৩) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়ার কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল বলেন, আজ শনিবার ভোর আনুমানিক সাড়ে...
১ ঘণ্টা আগেময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পুরাকীর্তি সমূহ সুরক্ষার লক্ষ্যে নাগরিক দায়বদ্ধতা থেকে ‘পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শুক্রবার রাতে নগরীর মালগুদাম এলাকায় এক আলোচনার মাধ্যমে ২৮ সদস্য নিয়ে এ কমিটি করা হয়। কমিটিতে ১০ জন সভাপতি মণ্ডলীর সদস্য...
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জের বেলকুচিতে দেশীয় তৈরি দুইটি ওয়ান শুটার গানসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার বেলা ১১টায় তাদের জেল হাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের (ওসি) একরামুল হোসাইন। এর আগে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বেলকুচি উপজেলার জামতৈল...
২ ঘণ্টা আগে