Ajker Patrika

গলায় দড়ি দিয়ে গাছে বাঁধা ছিল বৃদ্ধের মরদেহ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
গলায় দড়ি দিয়ে গাছে বাঁধা ছিল বৃদ্ধের মরদেহ

ঝিনাইদহের শৈলকুপায় মেহগনি বাগান থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ছানুয়ার কাজী (৬৫)। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। 

স্বজনদের অভিযোগ, ছানুয়ারকে কেউ হত্যা করে লাশ গাছে দড়ি দিয়ে বেঁধে রাখে। 

ছানুয়ার কাজী রামচন্দ্রপুর গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল। 

ছানুয়ার কাজীর মেয়ে জোসনা খাতুন বলেন, ‘আমার বাবা সহজ সরল মানুষ ছিলেন। তিনি রামচন্দ্রপুর বাজারে দোকানে থাকতেন। আমার বাবা আত্মহত্যা করতে পারে না। কেউ মেরে তাঁকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি জানাই।’ 

ছানুয়ার ভাতিজা কাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি সকাল ৬টার দিকে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি, মেহগনি বাগানের মধ্যে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে দেখি, সেটি আমার কাকার লাশ। তাঁর পা মাটিতে লুটিয়ে আছে এবং পা থেকে রক্ত বের হচ্ছে। আমার কাকা বেশির ভাগ সময় রামচন্দ্রপুর বাজারে একটি দোকানে থাকতেন। কেউ তাঁকে অন্য কোথাও হত্যা করে গাছে বেঁধে রেখে গেছেন। এর সুষ্ঠু বিচার দাবি করছি।’ 

এ বিষয়ে ওসি ঠাকুর দাস মণ্ডল বলেন, ‘ছানুয়ার কাজী একজন সংসার ত্যাগী মানুষ। রামচন্দ্রপুর বাজারে চেয়েচিন্তে খেতেন এবং বাজারেই অবস্থান করতেন। তাঁর শক্র আছে বলে আমার মনে হয় না। এ বিষয়ে তদন্ত করা হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত