Ajker Patrika

প্রতিমন্ত্রী মন্নুজান মনোনয়নবঞ্চিত হওয়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ২১: ৫৮
প্রতিমন্ত্রী মন্নুজান মনোনয়নবঞ্চিত হওয়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

খুলনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মনোনয়নবঞ্চিত হওয়ায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। আজ রোববার আওয়ামী লীগের প্রার্থীর তালিকা ঘোষণার পর প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন তাঁর সমর্থকেরা। 

এর আগে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আসনে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেনের নাম ঘোষণা করের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এ সময় উত্তেজিত নেতা-কর্মীরা খুলনা-যশোর মহাসড়কের রেলগেট এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। সড়কে নেতা-কর্মীরা অবস্থান নেওয়ায় দুই পাশে শতাধিক যানবাহন আটক পড়ে। 

খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও নেতা-কর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাঁদের সরিয়ে দেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। 

খুলনায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মনোনয়নবঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা এ ছাড়া সন্ধ্যার পর শহরের রেলগেট এলাকায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও এস এম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মনোনয়ন যারা মানে না, তারা আওয়ামী লীগের কেউ না।’ 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রম প্রতিমন্ত্রীকে মনোনয়ন না দেওয়ায় তাঁর সমর্থকেরা রাস্তা অবরোধ করে রেখেছিলেন। সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে-শুনিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত