বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় বলেশ্বর ও ভৈরব নদের তীর দীর্ঘদিন পর পরিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, জেবি ব্যবসায়ী গ্রুপ, টিম কচুয়া, বিডি ক্লিনসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।
স্বেচ্ছাসেবকেরা জমে থাকা ময়লা বস্তায় ভরে নির্দিষ্ট স্থানে ফেলে দেন। পরবর্তীকালে এসব বর্জ্য প্রক্রিয়াজাত করে কাজে লাগানো হবে বলে জানান তাঁরা। দীর্ঘদিন পর বাজার পরিষ্কার হওয়ায় স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে আনন্দ দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা শেখ সুজন বলেন, ‘স্বেচ্ছাশ্রমে সবাই একত্রে কাজ করছে, যা পরিবেশের জন্য উপকারী। ভবিষ্যতে আমরা একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারব।’
উপজেলা প্রশাসন জানিয়েছে, ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নদের তীর নোংরা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাজার বণিক সমিতির সদস্যসচিব সরদার সুমন বলেন, ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ (ইউএনও) বলেন, ‘নদীর তীর পরিষ্কার রাখতে মাইকিং করা হচ্ছে এবং ব্যবসায়ীদের ঝুড়ি বিতরণ করা হয়েছে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এদিন দুই শতাধিক স্বেচ্ছাসেবক বলেশ্বর ও ভৈরব নদের প্রায় দুই কিলোমিটার তীর পরিষ্কার করেছেন।
বাগেরহাটের কচুয়া উপজেলায় বলেশ্বর ও ভৈরব নদের তীর দীর্ঘদিন পর পরিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, জেবি ব্যবসায়ী গ্রুপ, টিম কচুয়া, বিডি ক্লিনসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।
স্বেচ্ছাসেবকেরা জমে থাকা ময়লা বস্তায় ভরে নির্দিষ্ট স্থানে ফেলে দেন। পরবর্তীকালে এসব বর্জ্য প্রক্রিয়াজাত করে কাজে লাগানো হবে বলে জানান তাঁরা। দীর্ঘদিন পর বাজার পরিষ্কার হওয়ায় স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে আনন্দ দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা শেখ সুজন বলেন, ‘স্বেচ্ছাশ্রমে সবাই একত্রে কাজ করছে, যা পরিবেশের জন্য উপকারী। ভবিষ্যতে আমরা একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারব।’
উপজেলা প্রশাসন জানিয়েছে, ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নদের তীর নোংরা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাজার বণিক সমিতির সদস্যসচিব সরদার সুমন বলেন, ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ (ইউএনও) বলেন, ‘নদীর তীর পরিষ্কার রাখতে মাইকিং করা হচ্ছে এবং ব্যবসায়ীদের ঝুড়ি বিতরণ করা হয়েছে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এদিন দুই শতাধিক স্বেচ্ছাসেবক বলেশ্বর ও ভৈরব নদের প্রায় দুই কিলোমিটার তীর পরিষ্কার করেছেন।
যশোরের শার্শার উলাশী ইউনিয়নে দুস্থ নারীদের জন্য বরাদ্দ সরকারি চালের বস্তা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছ। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে শার্শা থানা-পুলিশ অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করে।
১ মিনিট আগেজেলা প্রশাসক কার্যালয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ‘মামলা করার পর আমি আরও বড় বিপদে পড়েছি। মনে হয় এখন মামলাটি তুলে নিতে পারলে আমি ও আমার পরিবার বেঁচে যাই। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হয়রানি এবং হুমকি-ধমকি আর আমরা সহ্য করতে পারছি না। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’ এ সময় তিনি বলেন, ‘কীভাবে মামলাটি
২ মিনিট আগেআজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটে উপজেলার জাফরপুর রেলস্টেশনসংলগ্ন হলহেলিয়া রেলসেতুর পূর্ব পাশের মোড়ে ইঞ্জিন বিকল হয়ে ওই ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ে ট্রেনে থাকা যাত্রীরা। আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
২০ মিনিট আগেরিমান্ড আবেদনে মোখলেসুর রহমান বলেন, জানে আলম অপুর নেতৃত্বেই শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়। ঘটনার সময় পাঁচজন গ্রেপ্তার হলেও অপু সেখান থেকে পালিয়ে যান। তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশের বিরাজমান পরিস্থিতিতে গুলশানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। অপু ও তাঁর সহযোগীরা এতটাই
১ ঘণ্টা আগে