Ajker Patrika

‘আলমসাধুর’ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
‘আলমসাধুর’ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতিবিলা নামক স্থানে শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি ‘আলমসাধুর’ সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমন হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার বড় ঘিঘাটি গ্রামের মুলাম হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইমন। পথিমধ্যে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের সাদিয়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে, মোটরসাইকেলের সামনের চাকা বিচ্ছিন্ন হয়ে যায় ও ইমন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর ইসলাম বলেন, ‘গুরুতর আহত অবস্থায় তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়।’

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ‘আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর যশোরে পাঠানো করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত