কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় সহপাঠীদের সঙ্গে বেড়াতে গিয়ে গড়াই নদে ডুবে আমান হাসান (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের জানিপুর ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আমান হাসান জানিপুর ইউনিয়নের একতারপুর এলাকার শামীম হাসানের ছেলে। সে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে কাজ করছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
নিখোঁজ শিক্ষার্থীর নিকটাত্মীয় সাবুব আলম চঞ্চল আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল থেকে আমান হাসানসহ আট সহপাঠী গড়াই নদের জানিপুর ঘাটসংলগ্ন একটি কফি হাউসে আসে। সেখান থেকে তারা গড়াই নদের চরে যায়। এ সময় আমান ব্লকের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায় সে। এক বন্ধু হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। নদে স্রোত বেশি থাকায় সাঁতার না জানায় আমান পানিতে তলিয়ে যায়।
বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও আমান হাসানের সন্ধান পায়নি। খবর পেয়ে স্থানীয় জেলেরা ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে সন্ধান করতে থাকেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, ‘সহপাঠীরা মিলে স্কুল থেকে নদীর ধারে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে একজন পানিতে পড়ে নিখোঁজ হয়। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের পক্ষ থেকে উদ্ধার অভিযানের তদারক করা হচ্ছে।’
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি জেনেছি। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ছাড়া উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য খুলনা থেকে আরেকটি ডুবুরি দল রওনা দিয়েছে।’
কুষ্টিয়ার খোকসায় সহপাঠীদের সঙ্গে বেড়াতে গিয়ে গড়াই নদে ডুবে আমান হাসান (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের জানিপুর ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আমান হাসান জানিপুর ইউনিয়নের একতারপুর এলাকার শামীম হাসানের ছেলে। সে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে কাজ করছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
নিখোঁজ শিক্ষার্থীর নিকটাত্মীয় সাবুব আলম চঞ্চল আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল থেকে আমান হাসানসহ আট সহপাঠী গড়াই নদের জানিপুর ঘাটসংলগ্ন একটি কফি হাউসে আসে। সেখান থেকে তারা গড়াই নদের চরে যায়। এ সময় আমান ব্লকের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায় সে। এক বন্ধু হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। নদে স্রোত বেশি থাকায় সাঁতার না জানায় আমান পানিতে তলিয়ে যায়।
বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও আমান হাসানের সন্ধান পায়নি। খবর পেয়ে স্থানীয় জেলেরা ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে সন্ধান করতে থাকেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, ‘সহপাঠীরা মিলে স্কুল থেকে নদীর ধারে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে একজন পানিতে পড়ে নিখোঁজ হয়। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের পক্ষ থেকে উদ্ধার অভিযানের তদারক করা হচ্ছে।’
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি জেনেছি। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ছাড়া উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য খুলনা থেকে আরেকটি ডুবুরি দল রওনা দিয়েছে।’
রাজধানীর ওয়ারীর হাটখোলা রোডে এক কিশোরকে মারছিল ছয়-সাতজন মিলে। মাথায় হেলমেট দিয়ে একের পর এক আঘাত করে। ইট দিয়ে মাথায় আঘাতেরও চেষ্টা করা হয়। এই অবস্থা দেখে এগিয়ে আসেন স্থানীয়রা। ছুটে আসেন একজন ট্রাফিক সার্জেন্টও।
৬ ঘণ্টা আগেপারিবারিক বিরোধে দ্রুত ও সহজ বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশের পারিবারিক আদালতে বর্তমানে ৭৪ হাজারের বেশি মামলা বিচারাধীন। এর মধ্যে পাঁচ বছরের বেশি সময় ধরে নিষ্পত্তিহীন অবস্থায় রয়েছে পাঁচ হাজারের বেশি মামলা। এই দীর্ঘসূত্রতা হাজারো পরিবারকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে...
৬ ঘণ্টা আগেটঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কের গাজীপুরের কালীগঞ্জ বাইপাস মোড় যেন মৃত্যুফাঁদ। গোলচত্বর ও ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে এই মোড়ে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা; ঝরছে প্রাণ। সরু রাস্তা, যানবাহনের ব্যাপক চাপ ও বেপরোয়া গতি—সব মিলিয়ে আতঙ্কের আরেক নাম এই বাইপাস মোড়।
৬ ঘণ্টা আগে‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ এই প্রতিপাদ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা ও ড্রোন শো। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় এই আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণা ও সংগীতানুষ্ঠান ছাড়াও ছিল ব্যতিক্রমী ড্রোন প্রদর্শনী।
৭ ঘণ্টা আগে