Ajker Patrika

ইবি শিক্ষকের গাড়ির ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ইবি প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৮
ইবি শিক্ষকের গাড়ির ধাক্কায় স্কুলছাত্রী নিহত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ির ধাক্কায় উম্মে রুকাইয়া নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকায়। 

নিহত উম্মে রুকাইয়া ক্যাম্পাসের পার্শ্ববর্তী শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং উপজেলার মদনডাঙ্গা গ্রামের মনোহর হোসেনের মেয়ে। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত স্কুলছাত্রী রুকাইয়া মারা যায়। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

স্থানীয়রা জানান, গতকাল দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে একটি দ্রুতগামী গাড়ি উম্মে রুকাইয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে রেফার করেন। 

নিহত স্কুলছাত্রীর চাচা ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ি আমার ভাতিজিকে ধাক্কা দেয়। পরে গাড়িটিকে গাড়াগঞ্জ বাজারে আটক করা হয়। কিছুক্ষণ কথা বলার পর তিনি গাড়ি নিয়ে দ্রুত চলে যান। আজ রুকাইয়াকে দাফন করা হয়েছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি। বিষয়টি আমাকে মর্মাহত করেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে ১৫% ছাড় ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত