ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
তুচ্ছ ঘটনার জেরে সহপাঠীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে বাগেরহাটের ফকিরহাটে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার উপজেলার মূলঘর ইউনিয়নের শান্তিগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত শিক্ষার্থী নাছির সরদারকে (২৩) পুলিশ আটক করেছে। তিনি উপজেলার আড়য়াডাঙ্গা গ্রামের জাহান আলীর ছেলে।
আহতরা হলেন একাদশ শ্রেণির ছাত্র–জাকারিয়া হাওলাদার (১৭), জয়ন্তরাহা (১৭) ও একই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্র মুসা আব্দুল্লাহ (১৬)।
তারা সবাই উপজেলার মূলঘর সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের ছাত্র এবং একই এলাকার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সবুজ শেখ আজকের পত্রিকাকে জানান, ‘আহতদের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখমের চিহ্ন রয়েছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার দুপুরে মূলঘর সাকিনা আজহার টেকনিক্যাল কলেজে পরীক্ষা শেষে ছাত্ররা বের হওয়ার সময় অভিযুক্ত নাসির সরদারের গায়ে ধাক্কা লাগে আহতদের। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাসির ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে তিনজন আহত হন।
আহতদের অন্য সহপাঠীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে গুরুতর আহত জাকারিয়া হাওলাদার ও জয়ন্ত রাহাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এ ঘটনার কারণ সম্পর্কে পুলিশ ও কলেজের শিক্ষার্থীরা কিছুই জানাতে পারেননি। তবে কলেজ থেকে বের হওয়ার সময় গায়ে ধাক্কা লাগার ঘটনায় কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে নাসির হামলা করে বলে জানান আহতরা।
সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শেখ মিজানুর রহমান জানান, অভিযুক্ত ও আহত সবাই তাঁর প্রতিষ্ঠানে শিক্ষার্থী। ঘটনার পর তিনি অন্য শিক্ষকদের নিয়ে ঘটনাস্থল ও হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন বলে জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।’ ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।
তুচ্ছ ঘটনার জেরে সহপাঠীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে বাগেরহাটের ফকিরহাটে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার উপজেলার মূলঘর ইউনিয়নের শান্তিগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত শিক্ষার্থী নাছির সরদারকে (২৩) পুলিশ আটক করেছে। তিনি উপজেলার আড়য়াডাঙ্গা গ্রামের জাহান আলীর ছেলে।
আহতরা হলেন একাদশ শ্রেণির ছাত্র–জাকারিয়া হাওলাদার (১৭), জয়ন্তরাহা (১৭) ও একই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্র মুসা আব্দুল্লাহ (১৬)।
তারা সবাই উপজেলার মূলঘর সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের ছাত্র এবং একই এলাকার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সবুজ শেখ আজকের পত্রিকাকে জানান, ‘আহতদের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখমের চিহ্ন রয়েছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার দুপুরে মূলঘর সাকিনা আজহার টেকনিক্যাল কলেজে পরীক্ষা শেষে ছাত্ররা বের হওয়ার সময় অভিযুক্ত নাসির সরদারের গায়ে ধাক্কা লাগে আহতদের। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাসির ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে তিনজন আহত হন।
আহতদের অন্য সহপাঠীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে গুরুতর আহত জাকারিয়া হাওলাদার ও জয়ন্ত রাহাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এ ঘটনার কারণ সম্পর্কে পুলিশ ও কলেজের শিক্ষার্থীরা কিছুই জানাতে পারেননি। তবে কলেজ থেকে বের হওয়ার সময় গায়ে ধাক্কা লাগার ঘটনায় কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে নাসির হামলা করে বলে জানান আহতরা।
সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শেখ মিজানুর রহমান জানান, অভিযুক্ত ও আহত সবাই তাঁর প্রতিষ্ঠানে শিক্ষার্থী। ঘটনার পর তিনি অন্য শিক্ষকদের নিয়ে ঘটনাস্থল ও হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন বলে জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।’ ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সভারের রানা প্লাজা দুর্ঘটনার পর আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্ধারকাজে সহায়তা করতে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাতে বাধা দেয়। আজ বৃহস্পতিবার সাভারে দুর্ঘটনাস্থলে রানা প্লাজা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে আখতার হোসেন এ মন্তব্য করেন
৬ মিনিট আগেবাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ তাঁদের চার ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
৯ মিনিট আগেজাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে কুমিল্লার লাকসামে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫০ বস্তা চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বুধবার উপজেলার মোহাম্মদপুর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার রবিউল হোসেন রবুর চাচির ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত ডিলারকে ছয়
১১ মিনিট আগেরাজশাহীর সার্কিট হাউসসংলগ্ন সড়কে নারীদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগে