Ajker Patrika

বাগেরহাটে বিএনপি-জামায়াতের ২১ নেতা-কর্মী কারাগারে

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৯: ২৩
বাগেরহাটে বিএনপি-জামায়াতের ২১ নেতা-কর্মী কারাগারে

বাগেরহাটে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার সকাল থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতাদের মধ্যে সদর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন মোজাম এবং যাত্রাপুর ইউনিয়ন জামায়াতের আমির মুরাদ হোসেনও রয়েছেন। একই অভিযানে তিন কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত