Ajker Patrika

সুন্দরবনে কুমিরের আক্রমণে মৌয়ালের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনে কুমিরের আক্রমণে মৌয়ালের মৃত্যু

মধু সংগ্রহ করতে গিয়ে বাগেরহাটের সুন্দরবনে কুমিরের আক্রমণে মোশাররেফ হোসেন গাজী (৫৫) নামে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। আজ শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁর মরদেহটি উদ্ধার করে। 

মৃত মৌয়াল সুন্দরবন লাগোয়া খুলনার দাকোপ উপজেলা ঢাংমারী গ্রামের আমির আলী গাজীর ছেলে। 

বন বিভাগ সূত্র জানায়, সুন্দরবনের নদী–খালে মাছ, বনে প্রাণীদের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য বনে প্রবেশের নিষেধাজ্ঞা চলমান। এই সময়ে মাছ, কাঁকড়া, মধু আহরণসহ সুন্দরবনে পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ। 

শনিবার সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞার মধ্যে মোশাররেফসহ বন সংলগ্ন গ্রামের কয়েকজন মধু সংগ্রহের জন্য অবৈধভাবে ঢাংমারি এলাকা দিয়ে বনে প্রবেশ করে। করমজল খাল দিয়ে যাওয়ার সময় একটি কুমির ওই মৌয়ালকে টেনে নিয়ে যায়। ঢাংমারী নদী সুন্দরবন থেকে গ্রামকে আলাদা করেছে। সেই নদী পাড়েই বাড়ি নিহত মোশাররেফের। 

ঢাংমারী এলাকার বাসিন্দা মো. মাহাবুব হোসেন বলেন, ‘মূলত বন বিভাগের কর্মীদের চোখে ধরা না পড়তে তারা নৌকা ছাড়াই সাঁতরে বনে ঢুকে। দুপুরে জোয়ার ছিল, তাই পানিও বেশি ছিল। সাঁতরে খাল পাড়ি দিতে গিয়ে যখন কুমির আক্রমণ করে তারা পায়ের নিচে মাটি পায়নি। তাই আর কুমিরের মুখ থেকে ফিরতেও পারেনি। নৌকা নিয়ে বনে গেলে হয়তো তাদের এই বিপদ হতো না।’ 

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন, ‘অবৈধভাবে নদী পেরিয়ে তারা সাঁতরে সুন্দরবনের ভেতরে এসেছিল। করমজল খাল পাড়ি দেওয়ার সময় কুমির তাদের ওপর আক্রমণ করে। তিনজন ডাঙায় উঠতে সক্ষম হলেও কুমিরের আক্রমণে মোশাররেফ হোসেনের মৃত্যু হয়। তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। পরে অপর মৌয়াল ও স্থানীয়রা মিলে খাল থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত