চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় তিন ঘণ্টা পর আবারও ট্রেনটি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার রাজশাহী রেলস্টেশন থেকে খুলনা অভিমুখে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। পরে সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা মোমিনপুর রেলস্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় দুর্ভোগ পোহাতে হয়েছে ট্রেন যাত্রীদের। তবে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
পরে কোটচাঁদপুর থেকে বিকল্প ইঞ্জিন পৌঁছালে সাগরদাঁড়ি ট্রেনটি ১১টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশন থেকে খুলনার উদ্দেশ্য ছেড়ে যায়।
ট্রেনের এক যাত্রী আমান আলী বলেন, ‘আমি ওই ট্রেনেই রাজশাহী থেকে আসছিলাম। চুয়াডাঙ্গা পৌঁছানোর আগেই ট্রেনটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। আমি ট্রেনটি ঠিক হওয়ার অপেক্ষা করিনি। আমার বাড়ি চুয়াডাঙ্গায় হওয়ায় আমি ওখান থেকে চলে এসেছি। তবে ট্রেনের যাত্রীরা গরমে প্রচুর কষ্ট করেছে।’
ট্রেনের যাত্রী সৈকত হোসেন বলেন, ‘প্রায় তিন ঘণ্টা গরমে কষ্ট করতে হয়েছে। এখন কী আর করার, ইঞ্জিন নষ্ট হলে তো আমাদের কিছু করার নেই।’
চুয়াডাঙ্গা স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি ছেড়ে গেছে। বিকল হওয়া ইঞ্জিন চুয়াডাঙ্গা রেলস্টেশনে রাখা হয়েছে। ইঞ্জিনটি মেরামতের জন্য ঈশ্বরদী পাঠানো হবে। ডাবল লাইন থাকায় ওই সময় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে গরমের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
চুয়াডাঙ্গায় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় তিন ঘণ্টা পর আবারও ট্রেনটি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার রাজশাহী রেলস্টেশন থেকে খুলনা অভিমুখে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। পরে সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা মোমিনপুর রেলস্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় দুর্ভোগ পোহাতে হয়েছে ট্রেন যাত্রীদের। তবে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
পরে কোটচাঁদপুর থেকে বিকল্প ইঞ্জিন পৌঁছালে সাগরদাঁড়ি ট্রেনটি ১১টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশন থেকে খুলনার উদ্দেশ্য ছেড়ে যায়।
ট্রেনের এক যাত্রী আমান আলী বলেন, ‘আমি ওই ট্রেনেই রাজশাহী থেকে আসছিলাম। চুয়াডাঙ্গা পৌঁছানোর আগেই ট্রেনটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। আমি ট্রেনটি ঠিক হওয়ার অপেক্ষা করিনি। আমার বাড়ি চুয়াডাঙ্গায় হওয়ায় আমি ওখান থেকে চলে এসেছি। তবে ট্রেনের যাত্রীরা গরমে প্রচুর কষ্ট করেছে।’
ট্রেনের যাত্রী সৈকত হোসেন বলেন, ‘প্রায় তিন ঘণ্টা গরমে কষ্ট করতে হয়েছে। এখন কী আর করার, ইঞ্জিন নষ্ট হলে তো আমাদের কিছু করার নেই।’
চুয়াডাঙ্গা স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি ছেড়ে গেছে। বিকল হওয়া ইঞ্জিন চুয়াডাঙ্গা রেলস্টেশনে রাখা হয়েছে। ইঞ্জিনটি মেরামতের জন্য ঈশ্বরদী পাঠানো হবে। ডাবল লাইন থাকায় ওই সময় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে গরমের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীসহ রাজ্যের বিশিষ্টজনের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগেদিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট আদর্শ গ্রামে জরিনা বেগম (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তাঁর স্বামী নাজির উদ্দিন পলাতক রয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে নিজ শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগেসম্প্রসারণ কাজের জন্য শনিবার (১২ জুলাই) সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
৩৮ মিনিট আগেকুমিল্লা শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরনের পতন ঘটেছে। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৫ দশমিক ৬৩ শতাংশ। কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও, যা এবার ২ হাজার ১৯৮ জন কম।
৪৩ মিনিট আগে