ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবহনব্যবস্থা সংস্কারের দাবি উঠেছে। আজ বুধবার দুপুরে ইবি শাখা ছাত্র ইউনিয়ন প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে এ দাবি জানায়।
এ সময় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভালো বাসগুলো কর্মকর্তা ও শিক্ষকদের জন্য ব্যবহৃত হয়। যে বাসগুলোর ফিটনেস নাই, সেগুলো শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা কি মানুষ না যে তাঁদের ফিটনেসবিহীন গাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন শত শত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে রয়েছে। ভাড়ায় চালিত বাস আমরা আর দেখতে চাই না। এর পরিবর্তে বিশ্ববিদ্যালয় নিজস্ব বাস ক্রয় করে, শিক্ষার্থীদের জন্য সুন্দর যাতায়াতের ব্যবস্থা করে দিক।’
এদিকে গতকাল মঙ্গলবার রাতে ইবি প্রশাসনকে সংস্কারমূলক কাজ করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আন্দোলনের ইবি শাখার সহসমন্বয়ক তানভীর মণ্ডল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তাব্যক্তিদের কেন্দ্রীয় মসজিদে ওয়াজ করার জন্য নিয়ে আসা হয়নি, বিভিন্ন প্রোগ্রামে গানবাজনা করানোর জন্য বসানো হয়নি। এসব চিন্তাভাবনা বাদ দিয়ে প্রকৃত সংস্কারমূলক কার্যক্রমের দিকে নজর দেন। না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।’
তানভীর অভিযোগ করেন, ছয় মাস পার হলেও বর্তমান প্রশাসন কার্যকর সংস্কারমূলক কাজ করতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে যাওয়ার দুর্ঘটনা প্রশাসনের সঠিক তদারকি না থাকার ফল বলে দাবি করেন তিনি।
উল্লেখ, মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে উল্টে যায় ইবি শিক্ষার্থীদের বহনকারী ভাড়ায় চালিত একটি বাস। ক্যাম্পাসের পাশে বিত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ শিক্ষার্থী আহত হন। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীবাহী সব বাসের ফিটনেস ত্রুটিযুক্ত এবং দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালকের অভাব রয়েছে।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবহনব্যবস্থা সংস্কারের দাবি উঠেছে। আজ বুধবার দুপুরে ইবি শাখা ছাত্র ইউনিয়ন প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে এ দাবি জানায়।
এ সময় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভালো বাসগুলো কর্মকর্তা ও শিক্ষকদের জন্য ব্যবহৃত হয়। যে বাসগুলোর ফিটনেস নাই, সেগুলো শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা কি মানুষ না যে তাঁদের ফিটনেসবিহীন গাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন শত শত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে রয়েছে। ভাড়ায় চালিত বাস আমরা আর দেখতে চাই না। এর পরিবর্তে বিশ্ববিদ্যালয় নিজস্ব বাস ক্রয় করে, শিক্ষার্থীদের জন্য সুন্দর যাতায়াতের ব্যবস্থা করে দিক।’
এদিকে গতকাল মঙ্গলবার রাতে ইবি প্রশাসনকে সংস্কারমূলক কাজ করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আন্দোলনের ইবি শাখার সহসমন্বয়ক তানভীর মণ্ডল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তাব্যক্তিদের কেন্দ্রীয় মসজিদে ওয়াজ করার জন্য নিয়ে আসা হয়নি, বিভিন্ন প্রোগ্রামে গানবাজনা করানোর জন্য বসানো হয়নি। এসব চিন্তাভাবনা বাদ দিয়ে প্রকৃত সংস্কারমূলক কার্যক্রমের দিকে নজর দেন। না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।’
তানভীর অভিযোগ করেন, ছয় মাস পার হলেও বর্তমান প্রশাসন কার্যকর সংস্কারমূলক কাজ করতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে যাওয়ার দুর্ঘটনা প্রশাসনের সঠিক তদারকি না থাকার ফল বলে দাবি করেন তিনি।
উল্লেখ, মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে উল্টে যায় ইবি শিক্ষার্থীদের বহনকারী ভাড়ায় চালিত একটি বাস। ক্যাম্পাসের পাশে বিত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ শিক্ষার্থী আহত হন। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীবাহী সব বাসের ফিটনেস ত্রুটিযুক্ত এবং দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালকের অভাব রয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারীদের যৌন নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার শহিদুল ইসলাম ওরফে মহিদুল মুহিতের আবার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদ
৪ মিনিট আগেভ্রাম্যমাণ আদালত বাসকে জরিমানা করায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকেরা। আজ বুধবার বিকেল ৩টার দিকে মহাখালী বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করেন তাঁরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে সড়ক ছাড়েন তাঁরা।
৭ মিনিট আগেঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয় এবং মেয়ে চাশমে জাহান নিশির বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১১ মিনিট আগেমাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী মিজান ফকিরের (৫৩) বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার তদন্তকারী কর্মকর্তা দুদক, মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান সিনিয়র বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতে চার্জশিট দাখিল করলেও বিষয়টি আজ জানাজানি হয়।
১৫ মিনিট আগে