ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবহনব্যবস্থা সংস্কারের দাবি উঠেছে। আজ বুধবার দুপুরে ইবি শাখা ছাত্র ইউনিয়ন প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে এ দাবি জানায়।
এ সময় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভালো বাসগুলো কর্মকর্তা ও শিক্ষকদের জন্য ব্যবহৃত হয়। যে বাসগুলোর ফিটনেস নাই, সেগুলো শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা কি মানুষ না যে তাঁদের ফিটনেসবিহীন গাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন শত শত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে রয়েছে। ভাড়ায় চালিত বাস আমরা আর দেখতে চাই না। এর পরিবর্তে বিশ্ববিদ্যালয় নিজস্ব বাস ক্রয় করে, শিক্ষার্থীদের জন্য সুন্দর যাতায়াতের ব্যবস্থা করে দিক।’
এদিকে গতকাল মঙ্গলবার রাতে ইবি প্রশাসনকে সংস্কারমূলক কাজ করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আন্দোলনের ইবি শাখার সহসমন্বয়ক তানভীর মণ্ডল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তাব্যক্তিদের কেন্দ্রীয় মসজিদে ওয়াজ করার জন্য নিয়ে আসা হয়নি, বিভিন্ন প্রোগ্রামে গানবাজনা করানোর জন্য বসানো হয়নি। এসব চিন্তাভাবনা বাদ দিয়ে প্রকৃত সংস্কারমূলক কার্যক্রমের দিকে নজর দেন। না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।’
তানভীর অভিযোগ করেন, ছয় মাস পার হলেও বর্তমান প্রশাসন কার্যকর সংস্কারমূলক কাজ করতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে যাওয়ার দুর্ঘটনা প্রশাসনের সঠিক তদারকি না থাকার ফল বলে দাবি করেন তিনি।
উল্লেখ, মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে উল্টে যায় ইবি শিক্ষার্থীদের বহনকারী ভাড়ায় চালিত একটি বাস। ক্যাম্পাসের পাশে বিত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ শিক্ষার্থী আহত হন। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীবাহী সব বাসের ফিটনেস ত্রুটিযুক্ত এবং দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালকের অভাব রয়েছে।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবহনব্যবস্থা সংস্কারের দাবি উঠেছে। আজ বুধবার দুপুরে ইবি শাখা ছাত্র ইউনিয়ন প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে এ দাবি জানায়।
এ সময় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভালো বাসগুলো কর্মকর্তা ও শিক্ষকদের জন্য ব্যবহৃত হয়। যে বাসগুলোর ফিটনেস নাই, সেগুলো শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা কি মানুষ না যে তাঁদের ফিটনেসবিহীন গাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন শত শত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে রয়েছে। ভাড়ায় চালিত বাস আমরা আর দেখতে চাই না। এর পরিবর্তে বিশ্ববিদ্যালয় নিজস্ব বাস ক্রয় করে, শিক্ষার্থীদের জন্য সুন্দর যাতায়াতের ব্যবস্থা করে দিক।’
এদিকে গতকাল মঙ্গলবার রাতে ইবি প্রশাসনকে সংস্কারমূলক কাজ করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আন্দোলনের ইবি শাখার সহসমন্বয়ক তানভীর মণ্ডল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তাব্যক্তিদের কেন্দ্রীয় মসজিদে ওয়াজ করার জন্য নিয়ে আসা হয়নি, বিভিন্ন প্রোগ্রামে গানবাজনা করানোর জন্য বসানো হয়নি। এসব চিন্তাভাবনা বাদ দিয়ে প্রকৃত সংস্কারমূলক কার্যক্রমের দিকে নজর দেন। না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।’
তানভীর অভিযোগ করেন, ছয় মাস পার হলেও বর্তমান প্রশাসন কার্যকর সংস্কারমূলক কাজ করতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে যাওয়ার দুর্ঘটনা প্রশাসনের সঠিক তদারকি না থাকার ফল বলে দাবি করেন তিনি।
উল্লেখ, মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে উল্টে যায় ইবি শিক্ষার্থীদের বহনকারী ভাড়ায় চালিত একটি বাস। ক্যাম্পাসের পাশে বিত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ শিক্ষার্থী আহত হন। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীবাহী সব বাসের ফিটনেস ত্রুটিযুক্ত এবং দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালকের অভাব রয়েছে।
রংপুরের পীরগাছায় ফারুক হোসেন (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের গুলাল গ্রামের ওই যুবকের বাড়ির পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেমানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ায় রোগীর মৃত্যু হয় বলে দাবি স্বজনদের।
২১ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সংস্কার না হয়ে নির্বাচন হলে বিগত সরকারের মতো চোর ডাকাতরা নির্বাচিত হবে।’ আজ শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগা মাঠে জেলা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
২৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথমবার বিষমুক্ত আম চাষাবাদ শুরু হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার প্রকল্পের আওতায় এই চাষাবাদকে বলা হচ্ছে ‘উত্তম কৃষি চর্চা’ বা GAP (Good Agricultural Practices) পদ্ধতি।
২৪ মিনিট আগে