দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে চার দিন ধরে জেঁকে বসেছে শীত। মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি উত্তরের হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের তীব্রতা। হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঘরের বাইরে কমেছে মানুষের উপস্থিতি।
আজ সোমবার কুষ্টিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা আবহাওয়া কার্যালয়।
একদিকে বাইরে তীব্র শীত, অন্যদিকে মাঠভরা রবিশস্য নিয়ে চিন্তিত চাষি, তবে ফসলের ক্ষতি এড়াতে চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, কর্ম হারিয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ, গবাদিপশুর নিয়ে নাজেহাল খামারিরা। গত শনিবার সূর্যের দেখা মিললেও রোববার থেকে আজ দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
কুমারখালী আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, শুক্রবার থেকে এ মৌসুমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজকের তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কালকে আরও ১ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ১৮-১৯ তারিখে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরে তাপমাত্রা বাড়তে পারে।
উপজেলার মথুরাপুর এলাকার দিনমজুর ইননাল বলেন, ‘আজ কয়েক দিন খুব শীত পড়ছে। সে জন্য মাঠে কাজে যাওয়া যাচ্ছে না। ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে। শীতে কাজ না করতে পারায় কর্মহীন বসে আছি।’
সকালে হোসেনাবাদ বাজারে দেলুয়ার হোসেন নামের এক অটোচালকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘শীত বেশি থাকায় বাইরে মানুষের উপস্থিত কম। তাই ভাড়া হচ্ছে না। এই তীব্র শীতে গাড়ি চালাতেও কষ্ট হচ্ছে।’
বাজারের আরেক ব্যবসায়ী ফিকার হোসেন বলেন, ‘বাইরে মানুষের উপস্থিত কম, বাজারে ক্রেতাদের আগমন তেমন নেই। শুধু শুধু দোকান খুলে বসে আছি এই শীতে।’
শীতে গরু-ছাগলের খাবার তৈরিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তা ছাড়া বাড়তি যত্ন নেওয়া লাগছে সব সময়। পশু থাকার ঘর পরিষ্কার করতে হচ্ছে বলে জানান আকিজ নামের এক গবাদিপশু পালনকারী।
এদিকে উপজেলার দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য সরকারের শীতবস্ত্র সহায়তার ৭ হাজার ৮০০টি কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান।
কুষ্টিয়ার দৌলতপুরে চার দিন ধরে জেঁকে বসেছে শীত। মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি উত্তরের হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের তীব্রতা। হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঘরের বাইরে কমেছে মানুষের উপস্থিতি।
আজ সোমবার কুষ্টিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা আবহাওয়া কার্যালয়।
একদিকে বাইরে তীব্র শীত, অন্যদিকে মাঠভরা রবিশস্য নিয়ে চিন্তিত চাষি, তবে ফসলের ক্ষতি এড়াতে চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, কর্ম হারিয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ, গবাদিপশুর নিয়ে নাজেহাল খামারিরা। গত শনিবার সূর্যের দেখা মিললেও রোববার থেকে আজ দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
কুমারখালী আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, শুক্রবার থেকে এ মৌসুমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজকের তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কালকে আরও ১ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ১৮-১৯ তারিখে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরে তাপমাত্রা বাড়তে পারে।
উপজেলার মথুরাপুর এলাকার দিনমজুর ইননাল বলেন, ‘আজ কয়েক দিন খুব শীত পড়ছে। সে জন্য মাঠে কাজে যাওয়া যাচ্ছে না। ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে। শীতে কাজ না করতে পারায় কর্মহীন বসে আছি।’
সকালে হোসেনাবাদ বাজারে দেলুয়ার হোসেন নামের এক অটোচালকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘শীত বেশি থাকায় বাইরে মানুষের উপস্থিত কম। তাই ভাড়া হচ্ছে না। এই তীব্র শীতে গাড়ি চালাতেও কষ্ট হচ্ছে।’
বাজারের আরেক ব্যবসায়ী ফিকার হোসেন বলেন, ‘বাইরে মানুষের উপস্থিত কম, বাজারে ক্রেতাদের আগমন তেমন নেই। শুধু শুধু দোকান খুলে বসে আছি এই শীতে।’
শীতে গরু-ছাগলের খাবার তৈরিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তা ছাড়া বাড়তি যত্ন নেওয়া লাগছে সব সময়। পশু থাকার ঘর পরিষ্কার করতে হচ্ছে বলে জানান আকিজ নামের এক গবাদিপশু পালনকারী।
এদিকে উপজেলার দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য সরকারের শীতবস্ত্র সহায়তার ৭ হাজার ৮০০টি কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান।
সংবাদ প্রকাশের জেরে শরীয়তপুরে সোহাগ খান সুজন নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি দৈনিক সমকালের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে আসা আরও তিন সাংবাদিক আহত হয়েছেন।
৩৬ মিনিট আগেপঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া রিকশাচালক হত্যা এবং তাঁর লাশ গুমের অভিযোগে করা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলামকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেসরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে মহাখালী রেলক্রসিংয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে এই অবরোধ করেন তাঁরা। এতে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটে চলাচল করা হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
১ ঘণ্টা আগেঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে