Ajker Patrika

সাতক্ষীরায় পর্নোগ্রাফি আইনের মামলায় যুবক ৩ দিনের রিমান্ডে

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৭: ১৮
সাতক্ষীরায় পর্নোগ্রাফি আইনের মামলায় যুবক ৩ দিনের রিমান্ডে

সাতক্ষীরায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার যুবক মারুফ হোসেন বাপ্পির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গত ১৪ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাপ্পীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। চিকিৎসক পরিচয়ে প্রলোভনে নারীর অশ্লীল স্থির চিত্র ও ভিডিও ধারণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মারুফ হোসেন বাপ্পী (২৮) সাতক্ষীরা পৌর এলাকার মুনজিতপুর গ্রামে বাসিন্দা। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তার বাপ্পী ঢাকার একটি বেসরকারি কলেজে বিবিএ পড়লেও ডা. আরমান হোসেন নিলয় হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধারণ করে পরে তাদের সঙ্গে প্রতারণা করতেন। কখনো অর্থ হাতিয়ে নিতেন, আবার কখনো শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করতেন। সম্প্রতি মারুফ হোসেন বাপ্পী বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুনীকে ফাঁদে ফেলেন। পরে সাতক্ষীরা সদর থানায় বাপ্পীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় গত ১৩ জানুয়ারি বাপ্পীকে উত্তর কাটিয়ার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত ১৪ জানুয়ারি বাপ্পীকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত