Ajker Patrika

অননুমোদিত আইসক্রিম কারখানা বন্ধ করল প্রশাসন

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৮: ০৮
অননুমোদিত আইসক্রিম কারখানা বন্ধ করল প্রশাসন

যশোরের কেশবপুরে অননুমোদিত একটি আইসক্রিম কারখানা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি বন্ধ দেন। একই সঙ্গে কারখানার মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার টিটাবাজিতপুর গ্রামের জহুরুল ইসলাম বাড়িতে অনুমোদন ছাড়াই ‘প্রাইম আইসক্রিম’ নামে একটি কারখানা গড়ে তুলে চকবার, ললিস, দুধের মালাই, রোবোসহ নানা ধরনের আইসক্রিম তৈরি করছিল। এ আইসক্রিম স্থানীয় বাজারসহ যশোরের কেশবপুর, মনিরামপুর ও খুলনা জেলার চুকনগরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কারখানার মালিক জহুরুল ইসলাম কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কারখানাটি বন্ধ এবং মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অনুমোদনহীন ওই আইসক্রিম তৈরির কারখানাটি বন্ধ করে দেওয়াসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আইসক্রিম তৈরির বিভিন্ন মালামাল জব্দ করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত