Ajker Patrika

বাসে কয়েল জ্বালিয়ে ঘুম, আগুনে হেলপারের মৃত্যু

খুলনা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনায় বাসে আগুন ধরে হেলপার নিহত হয়েছেন। বাসের ভেতরে জ্বালানো কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে রাতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে। ওই হেলপার রাতে বাসের ভেতরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। নিহত মো. শরীফ (২৪) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ‘রাতে সুন্দরবন পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনায় আসে। গাড়িটির নম্বর ঢাকা-মেট্রো ব-১১-৬৪৬৯। হেলপার মো. শরীফ গাড়ি পরিষ্কার করে সেখানে ঘুমিয়ে পরে। এর আগে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দেয়। মূলত ওই কয়েল থেকে আগুনের সূত্রপাত।’

তিনি আরও বলেন, ‘পরে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ উপস্থিত হয়। এবং ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারাও দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে শরীফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখানকার চিকিৎসক তাঁকে বলে ঘোষণা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত