Ajker Patrika

সাতক্ষীরায় পাল্টাপাল্টি ঘুষিতে ট্রাকচালকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় পাল্টাপাল্টি ঘুষিতে ট্রাকচালকের মৃত্যু

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে পাল্টাপাল্টি ঘুষির জেরে রুহুল আমিন (৫০) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরসভার কুখরালী গাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, বাড়ির জমির সীমানা নিয়ে রুহুল আমিনের সঙ্গে চাচাতো ভাই হাশেম গাজীর বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঈদগাহ মোড় এলাকায় ক্যারম খেলা দেখছিলেন রুহুল আমিন। এ সময় হাশেম গাজীও উপস্থিত ছিলেন। জমির বিরোধ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাশেম গাজীকে ঘুষি মারেন রুহুল আমিন।

বাবাকে ঘুষি মারায় পাশে দাঁড়িয়ে থাকা হাশেম গাজীর ছেলে ইয়াসিন গাজী রুহুল আমিনের বুকে ঘুষি মারেন। এতে অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। পরে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে রুহুল আমিনের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান আজকের পত্রিকাকে বলেন, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত