Ajker Patrika

নানাবাড়ি যাওয়ার পথে শিশুর মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৪: ০৮
নানাবাড়ি যাওয়ার পথে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে মায়ের সঙ্গে নানাবাড়ি যাওয়ার পথে ব্যাটারিচালিত ভ্যানের এক্সেল ভেঙে আব্দুর রহমান নামে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের হাতেমের চাতালের সামনে এ ঘটনা ঘটে। 

শিশু আব্দুর রহমান জীবননগর পৌরসভার শাপলাকলিপাড়ার মো. রুবেলের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ব্যাটারিচালিত ভ্যানে করে মায়ের সঙ্গে তেঁতুলিয়ায় নানাবাড়িতে যাচ্ছিল আব্দুর রহমান। এ সময় ভ্যানের এক্সেল ভেঙে চালকসহ আব্দুর রহমান ও তার মা শান্তা পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। শিশুটির মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, বিষয়টি জানতে পেরে থানার পুলিশের একটি দলকে ঘটনাস্থলে গেছে। তবে এ বিষয়ে শিশুটির পরিবার কোনো অভিযোগ করেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত