Ajker Patrika

২ দিন পর বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তর

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৭: ১২
২ দিন পর বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তর

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোহাম্মদ রইশুদ্দীনের লাশ দুই দিন পর ফেরত দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামারপাড়া ও গাঙ্গুলিয়া সীমান্তের ২৮ নম্বর মেইন পিলার দিয়ে তাঁর লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

তাঁর লাশ যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হবে বলে বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সিইও জামিল আহম্মেদ জানিয়েছেন।

বিজিবি সৈনিকের লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবির সিইও জামিল আহম্মেদ, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্তসহ ভারতীয় বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এর আগে গত সোমবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সৈনিক রইশুদ্দীনেক গুলি করে হত্যা করে বিএসএফ। পরে তাঁর লাশ ভারত সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে বিজিবি হত্যার প্রতিবাদ করে এবং লাশ ফেরত পাঠানোর দাবি জানায়। পরে আজ তাঁর লাশ ফেরত দিল বিএসএফ।

এদিকে লাশ হস্তান্তরের সময় দুই দেশের কোনো গণমাধ্যমকর্মীর উপস্থিত থাকার সুযোগ হয়নি। এ ক্ষেত্রে অনেকটা গোপনীয়তা অবলম্বন করা হয়, যে কারণে গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেননি।

বিজিবি সদস্যের মৃত্যুর ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোররাত আনুমানিক সাড়ে ৫টার দিকে বিজিবির টহল দল ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট এলাকায় ভারত থেকে সীমান্ত অতিক্রম করে একদল গরু চোরাকারবারিকে আসতে দেখে।

বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারিদের ধাওয়া করেন এবং ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে তাঁকে খুঁজে পাওয়া না গেলেও পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রইশুদ্দীনের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত