Ajker Patrika

নির্বাচন-পরবর্তী সহিংসতা: কুষ্টিয়ায় পরাজিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০০: ৫৮
Thumbnail image

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে পরাজিত ঈগল প্রতীকের প্রার্থীর এক সমর্থকের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজয়ী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে। আজ সোমবার সকাল ১০টার দিকে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর গ্রামের আবু হানিফ এবারের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দন আহমেদের ছেলে নাজমুল হুদা পটলের সমর্থক। তিনি একজন ভিডিপি সদস্য। আবু হানিফ পটলের ঈগল প্রতীকের পক্ষে এলাকায় প্রচার-প্রচারণায় অংশ নেন। নির্বাচনে পটল পরাজিত হয়েছেন। এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরী।

আজ সকালে রেজাউল হকের সমর্থক একই এলাকার সালামত ফকির, একা ফকির, মুন্না ফকিরসহ বেশ কয়েকজন আবু হানিফের বাড়িতে হামলা চালান। তাঁরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে ওই বাড়িতে আগুন লাগিয়ে দেন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আবু হানিফ দাবি করেন, আগুনে তাঁর ১৫ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেসাম রেজা ও পুলিশ সুপার আব্দুর রাকিবসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পরিদর্শন করেন।

এ বিষয়ে আবু হানিফের ভাই আব্দুর রহিম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা করেছেন।

ঘটনার বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মবর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ বলেন, হানিফ ও তাঁর বাড়িতে হামলাকারী পরস্পর আত্মীয়। আগে থেকে তাঁদের মধ্যে বিরোধ ছিল। নির্বাচনে প্রার্থী পছন্দ নিয়ে সে বিরোধ আরও বেড়ে যায়। তার জেরেই এ ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী বলেন, ‘এটি একাটি বিচ্ছিন্ন ঘটনা। কে ভোট দিয়েছেন আর কে তাঁকে ভোট দেননি—এ প্রশ্ন এখন অবান্তর।’ তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত