কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার সামনে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। হাইওয়ে থানা–পুলিশের এএসআই তরিকুল ইসলাম বাদী হয়ে নাশকতার মামলা করছেন। এ মামলায় ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে, গতকাল বুধবার রাতেই তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ও জেলা ছাত্রদলের সদস্য হৃদয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনার মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ও জেলা ছাত্রদলের সদস্য হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরাই বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে আরও যারা এ ঘটনার সঙ্গে জড়িত আছে তাদের পরিচয় পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
এর আগে, গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে হাইওয়ে পুলিশ থানার সামনে জব্দ করে রাখা একটি বাস আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলে। গত সোমবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের ওই বাসটি দুর্ঘটনার শিকার হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ (ক্রাইম অ্যান্ড অপস্) আজকের পত্রিকাকে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন জেলা বিএনপির এক নেতার নির্দেশে তাঁরা বাসে আগুন দিয়েছেন।
কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার সামনে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। হাইওয়ে থানা–পুলিশের এএসআই তরিকুল ইসলাম বাদী হয়ে নাশকতার মামলা করছেন। এ মামলায় ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে, গতকাল বুধবার রাতেই তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ও জেলা ছাত্রদলের সদস্য হৃদয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনার মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ও জেলা ছাত্রদলের সদস্য হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরাই বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে আরও যারা এ ঘটনার সঙ্গে জড়িত আছে তাদের পরিচয় পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
এর আগে, গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে হাইওয়ে পুলিশ থানার সামনে জব্দ করে রাখা একটি বাস আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলে। গত সোমবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের ওই বাসটি দুর্ঘটনার শিকার হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ (ক্রাইম অ্যান্ড অপস্) আজকের পত্রিকাকে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন জেলা বিএনপির এক নেতার নির্দেশে তাঁরা বাসে আগুন দিয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম মো. আরিফুল। তিনি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন গ্রন্থাগারে মোজাইকের কাজ করতেন বলে জানা গেছে।
১৩ মিনিট আগেরাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপু ওই টাকা থেকে নিজের অংশ দিয়ে কিনেছেন ৩ লাখ টাকার বেশি মূল্যের একটি মোটরসাইকেল। গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার একটি বাসা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে গোয়েন্দা...
২২ মিনিট আগেযশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। এই মোড় থেকে শহরের চারদিকে চারটি সড়ক বিভিন্ন দিকে গেছে। এই মোড়েই একটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো রয়েছে তিনটি সিসি ক্যামেরা। তবে তিনটিই নষ্ট। কোনোটির সংযোগের তারই ছেঁড়া, কোনোটি নিচের দিকে বাঁকানো। অথচ অপরাধপ্রবণতা কমাতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে...
২ ঘণ্টা আগেচার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৭ ঘণ্টা আগে