Ajker Patrika

থানার সামনে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
থানার সামনে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার সামনে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। হাইওয়ে থানা–পুলিশের এএসআই তরিকুল ইসলাম বাদী হয়ে নাশকতার মামলা করছেন। এ মামলায় ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে, গতকাল বুধবার রাতেই তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ও জেলা ছাত্রদলের সদস্য হৃদয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনার মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ও জেলা ছাত্রদলের সদস্য হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরাই বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে আরও যারা এ ঘটনার সঙ্গে জড়িত আছে তাদের পরিচয় পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

এর আগে, গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে হাইওয়ে পুলিশ থানার সামনে জব্দ করে রাখা একটি বাস আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলে। গত সোমবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের ওই বাসটি দুর্ঘটনার শিকার হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ (ক্রাইম অ্যান্ড অপস্) আজকের পত্রিকাকে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন জেলা বিএনপির এক নেতার নির্দেশে তাঁরা বাসে আগুন দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত