Ajker Patrika

ট্রাকে মাটি পরিবহনে সড়কের ক্ষতি, ব্যবসায়ীকে জরিমানা 

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৭: ৫৩
ট্রাকে মাটি পরিবহনে সড়কের ক্ষতি, ব্যবসায়ীকে জরিমানা 

যশোরের মনিরামপুরে ট্রাকে করে খোলা অবস্থায় মাটি বিক্রি চলছিল। এতে সড়কের ওপর মাটি পড়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিসহ নানা ক্ষতি হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকুরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন (২২)। তিনি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের শাহিনুল ইসলামের ছেলে। 

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। তিনি বলেন, সাজ্জাদ হোসেন যশোর সদর উপজেলার ডহরসিংহা এলাকা থেকে মাটি উত্তোলন করে ট্রাকে করে কুয়াদা–ঢাকুরিয়া সড়ক দিয়ে মনিরামপুর উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছে ও ইটভাটায় বিক্রি করছিলেন। তাঁর এই কাজের জন্য জনসাধারণের চলাচল বাধাগ্রস্তসহ কাচা-পাকা সড়কের ক্ষতি হচ্ছিল। 

আলী হাসান আরও বলেন, এসব অভিযোগে সাজ্জাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মনিরামপুরে তাঁর মাটি বিক্রি বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

ফারজানা রুপা ও শাকিলকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত