Ajker Patrika

খুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে একরামুল-মাহফুজ

খুবি প্রতিনিধি 
একরামুল হক ও মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত
একরামুল হক ও মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী একরামুল হক সভাপতি এবং স্থাপত্য ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৩০ অক্টোবর আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন বাংলা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলকামা রমিন, একই ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জেসমিন আক্তার রিক্তা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’-- এই প্রতিপাদ্য সামনে রেখে ২০১৮ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখিবিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত