Ajker Patrika

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিরোধে অটোচালককে হত্যা

মাগুরা প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবল নিয়ে বিরোধে অটোচালককে হত্যা

মাগুরায় বিশ্বকাপ ফুটবল নিয়ে বিরোধের জেরে অটোচালক আলী বিশ্বাসকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে মাগুরা সদরের পাকাকাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

নিহতের চাচাতো ভাই দবির হোসেন ও স্বজনেরা জানান, ১৪ দিন আগে বিশ্বকাপ ফুটবল খেলার সময় একই গ্রামের মিজান নামের এক যুবক আলীর বাড়িতে রাতে প্রবেশ করেন। এ সময় বাড়িতে আলীর স্ত্রী ও ছোট ছেলে ছিল। বাড়ির অন্য পুরুষেরা বাইরে খেলা দেখতে যাওয়ায় মিজানের এ সময় প্রবেশ নিয়ে কথা-কাটাকাটি হয়। এরপর হাতাহাতি শুরু হলে স্থানীয়রা সালিস করে মিজান ও আলী বিরোধ মিটিয়ে দেয়।

এরপরও নানা সময় মিজান হুমকি দিতে থাকেন আলী ও তাঁর পরিবারকে। তাঁরা ধারণা করছেন এই বিরোধের জেরে মিজান ও তাঁর দলবল শনিবার সন্ধ্যার পর রড ও দা নিয়ে হামলা চালান। এ সময় আলী নিজের অটোতে যাত্রী নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মিজান তাঁর দলবল নিয়ে আলীকে বেধড়ক কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, এই ঘটনার পর আলী ও মিজানের দলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার রাতে মিজানের এলাকার ৫ থেকে ৭টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তবে কারা আগুনের সঙ্গে জড়িত তা তদন্ত করছে পুলিশ। এ সময় কিছু গ্রামবাসী উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা করতে আসে বলে জানা গেছে। তবে শনিবার রাতভর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রোববার অনেককে বাড়ি ছাড়তে দেখা গেছে।

অভিযুক্ত মিজানের মা সখিণা খাতুন বলেন, ‘আমরা কিছুই জানি না। আমার ছেলে এই খুন করতে পারে না। উল্টো আমাদের বাড়িঘরে তাঁরা আগুন দিয়েছে, লুটপাট করেছে। আমরা ভয়ে আছি।’

তবে আগুন দেওয়া কিংবা লুটপাট করা কথা অস্বীকার করেছেন জনাব আলীর স্বজনেরা। তাঁরা বলছেন, নিজেরা খুন করে তা থেকে বাঁচার জন্য নিজেদের ঘরে আগুন দিয়েছে।

মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, পূর্ব শত্রুতার জেরে আলীকে প্রতিপক্ষের লোকজন রড দিয়ে পিটিয়ে আহত করেন। পরে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশের কাছে রোববার বিকেল পর্যন্ত নিহতের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। তবে অপরাধীকে খুঁজে বের করতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত