নওগাঁ প্রতিনিধি
২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ নওগাঁ জেলা শাখার ব্যানারে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের স্বজনেরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে নওগাঁ ও বগুড়া জেলার চাকরিচ্যুত বিডিআর ও তাঁদের পরিবার সদস্যরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন বিডিআর সদস্য দুলাল হোসেন, কারাবন্দী বিডিআর সদস্য জাহঙ্গীরে স্ত্রী রেশমী বানু, কারাবন্দী বিডিআর সদস্যর সন্তান রেজোয়ান, মৃত বিডিআর সদস্যর সন্তান মোহায়মেনুল হক, চাকরিচ্যুত নায়েক সুবেদার সামাদ শাহানা, বগুড়া জেলার জিয়াউল হকসহ অন্যরা।
এ সময় ৯ দফা দাবি দিয়ে বক্তারা বলেন, পিলখানার হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। যেখানে মূল ঘটনা আড়াল করতে হাজার হাজার নিরপরাধ বিডিআর সদস্যদের জেল দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। এমনকি অনেককে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তাঁরা আরও বলেন, হাসিনা সরকারের পতনের পর এখন কথা বলার স্বাধীনতা এসেছে। তাই অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জেল বন্দীদের মুক্তি এবং যাঁদের বয়সসীমা আছে, তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।
চাকরিচ্যুত বিডিআর সদস্যরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, চক্রান্ত করে বিডিআর বিদ্রোহের নাটক সাজানো হয়। সেনাকর্তাদের নির্মমভাবে হত্যার পর সৈনিকদের চাকরিচ্যুত ও সাজা দিয়ে লোক দেখানো তদন্তের নামে ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। এখন চাকরিচ্যুতির বিডিআর সদস্যরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
কারাবন্দী বিডিআর সদস্যর সন্তান রেজোয়ান হোসেন বলে, ‘আমি মাতৃগর্ভে থাকা অবস্থায় বাবাকে গ্রেপ্তার করা হয়। গত ১৬ বছর আমি আমার বাবার আদর–স্নেহ পায়নি। দোষী না হয়েও যারা জেলবন্দী, সকলের মুক্তি দাবি জানাচ্ছি।’
চাকরিচ্যুত আরেক বিডিআর সদস্যর মেয়ে সানজিদা বলেন, ‘অপরাধ না করেও আমার বাবাকে চাকরিচ্যুত করা হয়েছে। পুনরায় বাবার চাকরি ফেরত দেওয়ার অনুরোধ করছি। বাবাকে চাকরিচ্যুতির পর থেকে আমরা মানবেতর জীবন যাপন করছি।’
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ নওগাঁ জেলা শাখার ব্যানারে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের স্বজনেরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে নওগাঁ ও বগুড়া জেলার চাকরিচ্যুত বিডিআর ও তাঁদের পরিবার সদস্যরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন বিডিআর সদস্য দুলাল হোসেন, কারাবন্দী বিডিআর সদস্য জাহঙ্গীরে স্ত্রী রেশমী বানু, কারাবন্দী বিডিআর সদস্যর সন্তান রেজোয়ান, মৃত বিডিআর সদস্যর সন্তান মোহায়মেনুল হক, চাকরিচ্যুত নায়েক সুবেদার সামাদ শাহানা, বগুড়া জেলার জিয়াউল হকসহ অন্যরা।
এ সময় ৯ দফা দাবি দিয়ে বক্তারা বলেন, পিলখানার হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। যেখানে মূল ঘটনা আড়াল করতে হাজার হাজার নিরপরাধ বিডিআর সদস্যদের জেল দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। এমনকি অনেককে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তাঁরা আরও বলেন, হাসিনা সরকারের পতনের পর এখন কথা বলার স্বাধীনতা এসেছে। তাই অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জেল বন্দীদের মুক্তি এবং যাঁদের বয়সসীমা আছে, তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।
চাকরিচ্যুত বিডিআর সদস্যরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, চক্রান্ত করে বিডিআর বিদ্রোহের নাটক সাজানো হয়। সেনাকর্তাদের নির্মমভাবে হত্যার পর সৈনিকদের চাকরিচ্যুত ও সাজা দিয়ে লোক দেখানো তদন্তের নামে ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। এখন চাকরিচ্যুতির বিডিআর সদস্যরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
কারাবন্দী বিডিআর সদস্যর সন্তান রেজোয়ান হোসেন বলে, ‘আমি মাতৃগর্ভে থাকা অবস্থায় বাবাকে গ্রেপ্তার করা হয়। গত ১৬ বছর আমি আমার বাবার আদর–স্নেহ পায়নি। দোষী না হয়েও যারা জেলবন্দী, সকলের মুক্তি দাবি জানাচ্ছি।’
চাকরিচ্যুত আরেক বিডিআর সদস্যর মেয়ে সানজিদা বলেন, ‘অপরাধ না করেও আমার বাবাকে চাকরিচ্যুত করা হয়েছে। পুনরায় বাবার চাকরি ফেরত দেওয়ার অনুরোধ করছি। বাবাকে চাকরিচ্যুতির পর থেকে আমরা মানবেতর জীবন যাপন করছি।’
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
২৩ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
২৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৩০ মিনিট আগেচট্টগ্রামে চকবাজারে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে রিকশাসহ নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ ১৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থলের প্রায় ৫ কিলোমিটার দূরে নিজ বাসার পাশে একটি খাল থেকে উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর চামড়ার গুদাম এলাকার চাক্তাই খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে