Ajker Patrika

চুয়াডাঙ্গার ডাকবাংলো থেকে বিআরটিএর পরিদর্শকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার ডাকবাংলো থেকে বিআরটিএর পরিদর্শকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার ডাকবাংলো থেকে বিআরটিএ’র পরিদর্শক সাইফুল্লাহ বাহারের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা পরিষদের ডাকবাংলোর কপোতাক্ষ শয়নকক্ষের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত সাইফুল্লাহ বাহার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পূর্বভাকুম গ্রামের মুক্তার হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গার বিআরটিএ কার্যালয়ে কর্মরত ছিলেন। 

পুলিশ জানান, মৃত সাইফুল্লাহ বাহার জেলা পরিষদের ডাকবাংলোর একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে থাকতেন। আজ অফিসে যাননি তিনি। তাঁকে মোবাইল করলেও পাওয়া যায়নি। তাই তাঁর ডাকবাংলোতে খোঁজ নেওয়া হয়। এ সময় জানালা দিয়ে সাইফুল্লাহ বাহারের মরদেহ দেখা যায়। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় বিআরটিএ ও চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। 

বিআরটিএ চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী বলেন, ‘গতকাল রোববার অফিস চলাকালীন সময় সাইফুল্লাহ বাহার জ্বরের কারণে ছুটি নিয়ে বাসায় চলে যান। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। মোবাইলেও পাওয়া যায়নি।’ 

এ বিষয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।’ 

বিআরটিএ’র পরিদর্শকের মৃত্যুর খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত