Ajker Patrika

অভয়নগরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার রাত ৯টার দিকে শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইসমাইল বিশ্বাস (৪০) ও মহাসিন মল্লিক (৩৪)।

ইসমাইল বিশ্বাস অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে এবং মহাসিন মল্লিক একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল বিশ্বাস এবং মহাসিন মল্লিক মোটরসাইকেলে করে নওয়াপাড়া শহরে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবাদুল করিম দুজন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ট্রাকটিকে আটক করে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত