Ajker Patrika

যৌনপল্লির সন্তানদের পাশে দাঁড়ালেন এমপি জর্জ

প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২১, ১২: ১৮
Thumbnail image

খোকসা (কুষ্টিয়া): দৌলতদিয়া যৌনপল্লির অবহেলিত শিশুদের পুনর্বাসন ও পড়ালেখা অব্যাহত রাখতে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা অনুদান দিয়েছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি জর্জ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে এ অনুদান দেন তিনি।

জানা যায়, দৌলতদিয়া যৌনপল্লির অবহেলিত শিশুদের সমাজের মূল স্রোতে এনে পুনর্বাসনের জন্য দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে দৌলতদিয়া সেফ হোম। বেসরকারি উদ্যোগে পরিচালিত এই সেফ হোম থেকে লেখাপড়া শিখে অনেকেই প্রতিষ্ঠিতও হয়েছেন। এ সেফ হোম থেকে অনেকেই বর্তমানে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তাঁদের পুনর্বাসন ও পড়ালেখা অব্যাহত রাখতে ব্যক্তিগত উদ্যোগে নগদ এক লাখ টাকা তুলে দেন এমপি। রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার সেফ হোমটি প্রতিষ্ঠা করেন।

দীর্ঘদিন ধরে বিভিন্ন দাতা সংস্থার অনুদান নিয়ে পরিচালিত হয়ে আসছিল এই সেফ হোমটি। বেশ কিছুদিন ধরে দাতা সংস্থার অর্থায়ন বন্ধ হওয়ায় সেফ হোম প্রতিষ্ঠানটি পরিচালনায় চরম বিপাকে পড়ে কর্তৃপক্ষ। ভরণপোষণসহ এখানকার শতাধিক ছেলেমেয়ের লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। বিষয়টি জানতে পেরে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য কর্তৃপক্ষের হাতে ব্যক্তিগত উদ্যোগে এ অনুদান তুলে দেওয়া হয়।

এমপি বলেন, 'অর্থাভাবে যদি সেফ হোমটি বন্ধ হয়ে যায় তাহলে সমাজের পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর সন্তানদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে। এ কথা চিন্তা করেই আমি সেফ হোম কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত